ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ডিসেম্বরের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ২০ বার পঠিত

বুধবার উত্তর সিটি করপোরেশন এলাকায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে

প্রতি মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে চলতি মাসের পণ্য বিক্রয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে পণ্য বিক্রি ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি পেঁয়াজ ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৬০ টাকা, চাল ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ টাকা।
এর বাইরে একজন ক্রেতা প্রতি লিটার ১০০ টাকা দরে সয়াবিন তেল বা রাইসব্রাণ তেল এবং ৭০ টাকায় এক কেজি চিনি কিনতে পারবেন। তবে পেঁয়াজ ও চিনির জোগান কম থাকায় এ দুটি পণ্য প্রাপ্যতা সাপেক্ষে বিক্রি করা হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
 
৯ নভেম্বর টিসিবির ফ্যামিলি কার্ডধারীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এর অংশ হিসেবে বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইআইএফসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর।
Facebook Comments Box
ট্যাগস :

ডিসেম্বরের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

প্রতি মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে চলতি মাসের পণ্য বিক্রয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে পণ্য বিক্রি ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, পাঁচ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি পেঁয়াজ ও এক কেজি চিনি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৬০ টাকা, চাল ৩০ টাকা ও পেঁয়াজ ৫০ টাকা।
এর বাইরে একজন ক্রেতা প্রতি লিটার ১০০ টাকা দরে সয়াবিন তেল বা রাইসব্রাণ তেল এবং ৭০ টাকায় এক কেজি চিনি কিনতে পারবেন। তবে পেঁয়াজ ও চিনির জোগান কম থাকায় এ দুটি পণ্য প্রাপ্যতা সাপেক্ষে বিক্রি করা হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
 
৯ নভেম্বর টিসিবির ফ্যামিলি কার্ডধারীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এর অংশ হিসেবে বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জায়গায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইআইএফসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর।
Facebook Comments Box