ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নারীকে বিবস্ত্র করে নির্যাতন , গ্রেপ্তার ৪

বান্দরবান প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ৫৭ বার পঠিত

বান্দরবান থানা

বান্দরবানে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বনরুপা পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের এক নারীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করা হয়েছে। তার হাত বেঁধে চুল কেটে দেওয়া হয়। নির্যাতিত নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। ভুক্তভোগী নারীকে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জেলা প্রশাসনের কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন—জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী অজিত দাশ, তার স্ত্রী রিনা দাশ এবং পুত্র অভি দাশ, কন্যা রিতা দাশ।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী অজিত দাশ ও তার পরিবারের সদস্যরা মিলে ওই নারীকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হামলা চালান। রশি দিয়ে তার হাত বেঁধে বিবস্ত্র করে মারধর এবং ধারালো বটি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। এ ছাড়া তার ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল বাইরে ছুড়ে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।’

Facebook Comments Box
ট্যাগস :

নারীকে বিবস্ত্র করে নির্যাতন , গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

বান্দরবানে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বান্দরবান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বনরুপা পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের এক নারীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করা হয়েছে। তার হাত বেঁধে চুল কেটে দেওয়া হয়। নির্যাতিত নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে। ভুক্তভোগী নারীকে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জেলা প্রশাসনের কর্মচারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন—জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী অজিত দাশ, তার স্ত্রী রিনা দাশ এবং পুত্র অভি দাশ, কন্যা রিতা দাশ।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী অজিত দাশ ও তার পরিবারের সদস্যরা মিলে ওই নারীকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হামলা চালান। রশি দিয়ে তার হাত বেঁধে বিবস্ত্র করে মারধর এবং ধারালো বটি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়। এ ছাড়া তার ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল বাইরে ছুড়ে ফেলা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।’

Facebook Comments Box