ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন : বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

সারাবেলা প্রতিবেদন
  • আপডেট সময় : ০৫:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১২১ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন।

বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, ‘সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশাল রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিটি স্থানে মাইকিংয়ের মাধ্যমে মাছ ধরার নৌকা, যাত্রীবাহী ট্রলারসহ সমস্ত নৌযানকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।’

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে

এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন রুটের যাত্রীদের নদী বন্দরে এসে ফিরে যেতে দেখা গেছে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, ‘নৌ পুলিশের পক্ষ থেকে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।’

Facebook Comments Box
ট্যাগস :

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন : বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট সময় : ০৫:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন।

বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা বলেন, ‘সকাল ১০টা থেকে অভ্যন্তরীণ ও ঢাকা-বরিশাল রুটের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিটি স্থানে মাইকিংয়ের মাধ্যমে মাছ ধরার নৌকা, যাত্রীবাহী ট্রলারসহ সমস্ত নৌযানকে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।’

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে

এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিভিন্ন রুটের যাত্রীদের নদী বন্দরে এসে ফিরে যেতে দেখা গেছে।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, ‘নৌ পুলিশের পক্ষ থেকে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।’

Facebook Comments Box