ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নেদারল্যান্ডসের অবিশ্বাস্য জয়

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৫১ বার পঠিত

স্মরণীয় জয়ে ডাচদের উল্লাস

ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে স্মরণীয় জয় পেল নেদারল্যান্ডস ক্রিকেট দল। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় ৮ উইকেটে ২৪৫ রান করে ডাচরা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ২৪৬ রানের টার্গেট তাড়ায় ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা।

পরাজয় এড়াতে ডেভিড মিলার ও হেনরি ক্লেসেন সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু ডাচদের দুর্দান্ত বোলিংয়ে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

অথচ এই দক্ষিণ আফ্রিকা চলতি আসরের শুরুতে অবিশ্বাস্য পারফর্ম করে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পহাড় গড়ে দাপুটে জয় পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।

আজ নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বকাপের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে কারণে হার মানতে হয় প্রোটিয়াদের।

প্রথমে ব্যাট করে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৭৮ রানের ইনিংসে ভর করে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস।

৪৩ ওভারে ২৪৬ রানের টার্গেট তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৩৮ রানের ঐতিহাসিক জয় পায় নেদারল্যান্ডস।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ৪৩ ওভারে ২৪৫/৮। (বিক্রম ২, ম্যাক্স ১৮, কলিন ১২, ডি লিড ২, সাইব্র্যান্ড ১৯, তেজা ২০, অ্যাডওয়ার্ডস ৭৮*, ফর বিক ১০, মারউই ২৯, আরিয়ান ২৩*; লুঙ্গি ৯-১-৫৭-২, জ্যানসেন ৮-১-২৭-২ , রাবাদা ৯-১-৫৬-২ , জেরাল্ড ৭-০-৪৫-১, কেশভ ৯-০-৩৮-১)

দক্ষিণ আফ্রিকা : ওভারে /। (বাভুমা ১৬, ডি কক ২০, ডুসেন ৪, মার্করাম ১, ক্লাসেন ২৮, মিলার ৪৩, ক্যানসেন ৯, জেরাল্ড ২২, রাবাদা ৯, মহারাজ ৪০, লঙ্গি ৭*; আরিয়ান ৫-১-১৯-০, ফন বিক ৮.৫-০৬০-৩, অ্যাকারম্যান ৩-০-১৬-১, মিকেরেন ৯-০-৪০-২, মারউই ৯-০-৩৪-২, ডি লিড ৮–০৩৬-২ )

Facebook Comments Box
ট্যাগস :

নেদারল্যান্ডসের অবিশ্বাস্য জয়

আপডেট সময় : ০১:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে স্মরণীয় জয় পেল নেদারল্যান্ডস ক্রিকেট দল। মঙ্গলবার (১৭ অক্টোবর) ভারতের ধর্মশালায় ৮ উইকেটে ২৪৫ রান করে ডাচরা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ২৪৬ রানের টার্গেট তাড়ায় ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা।

পরাজয় এড়াতে ডেভিড মিলার ও হেনরি ক্লেসেন সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু ডাচদের দুর্দান্ত বোলিংয়ে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

অথচ এই দক্ষিণ আফ্রিকা চলতি আসরের শুরুতে অবিশ্বাস্য পারফর্ম করে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পহাড় গড়ে দাপুটে জয় পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।

আজ নিজেদের তৃতীয় ম্যাচে বিশ্বকাপের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে কারণে হার মানতে হয় প্রোটিয়াদের।

প্রথমে ব্যাট করে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৭৮ রানের ইনিংসে ভর করে ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস।

৪৩ ওভারে ২৪৬ রানের টার্গেট তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ৩৮ রানের ঐতিহাসিক জয় পায় নেদারল্যান্ডস।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ৪৩ ওভারে ২৪৫/৮। (বিক্রম ২, ম্যাক্স ১৮, কলিন ১২, ডি লিড ২, সাইব্র্যান্ড ১৯, তেজা ২০, অ্যাডওয়ার্ডস ৭৮*, ফর বিক ১০, মারউই ২৯, আরিয়ান ২৩*; লুঙ্গি ৯-১-৫৭-২, জ্যানসেন ৮-১-২৭-২ , রাবাদা ৯-১-৫৬-২ , জেরাল্ড ৭-০-৪৫-১, কেশভ ৯-০-৩৮-১)

দক্ষিণ আফ্রিকা : ওভারে /। (বাভুমা ১৬, ডি কক ২০, ডুসেন ৪, মার্করাম ১, ক্লাসেন ২৮, মিলার ৪৩, ক্যানসেন ৯, জেরাল্ড ২২, রাবাদা ৯, মহারাজ ৪০, লঙ্গি ৭*; আরিয়ান ৫-১-১৯-০, ফন বিক ৮.৫-০৬০-৩, অ্যাকারম্যান ৩-০-১৬-১, মিকেরেন ৯-০-৪০-২, মারউই ৯-০-৩৪-২, ডি লিড ৮–০৩৬-২ )

Facebook Comments Box