ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সর্বোচ্চ নিরাপত্তাবলয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে- ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৪৮ বার পঠিত

শারদীয় দুর্গাৎসবের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, বাংলাদেশ সাপ্রদায়িক সম্প্রিতির দেশ। এখানে সব ধরণের লোকের নির্বিগ্নে নিজ নিজ ধর্ম পালন করা অধিকার রয়েছে। আইনশৃংখলা নিয়ন্ত্রণ রেখে সুন্দর ও সুশৃংখলভাবে সর্বোচ্চ নিরাপত্তাবলয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে।

আজ (বৃহস্পতিবার) সাঁথিয়ার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৩ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ধর্ম, বর্ণ নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশে সবার যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। অসাম্প্রদায়িক পরিবেশ তৈরির দায়িত্ব আমাদের সবার। মন্দিরের নিরাপত্তার স্বার্থে মাদকাসক্ত কাউকে দায়িত্ব দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পুজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে সাঁথিয়া শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৩ অনুষ্ঠানে ও ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন, সাঁথিয়া এর উদ্যোগে আয়োজিত ১ম স্থানীয় গাইড ক্যাম্প তাবু জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ শামসুল হক টুকু এমপি।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১২অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

সর্বোচ্চ নিরাপত্তাবলয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে- ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৫:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, বাংলাদেশ সাপ্রদায়িক সম্প্রিতির দেশ। এখানে সব ধরণের লোকের নির্বিগ্নে নিজ নিজ ধর্ম পালন করা অধিকার রয়েছে। আইনশৃংখলা নিয়ন্ত্রণ রেখে সুন্দর ও সুশৃংখলভাবে সর্বোচ্চ নিরাপত্তাবলয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে।

আজ (বৃহস্পতিবার) সাঁথিয়ার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৩ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ধর্ম, বর্ণ নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশে সবার যার যার ধর্ম পালনের অধিকার রয়েছে। অসাম্প্রদায়িক পরিবেশ তৈরির দায়িত্ব আমাদের সবার। মন্দিরের নিরাপত্তার স্বার্থে মাদকাসক্ত কাউকে দায়িত্ব দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, পুজা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে সাঁথিয়া শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৩ অনুষ্ঠানে ও ভূলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন, সাঁথিয়া এর উদ্যোগে আয়োজিত ১ম স্থানীয় গাইড ক্যাম্প তাবু জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ শামসুল হক টুকু এমপি।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১২অক্টোবর ২০২৩

Facebook Comments Box