ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রোদের দেখা মিলবে রোববার

 নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৮৪ বার পঠিত

টানা বর্ষণে নাকাল নগরবাসী। ছবিটি রাজধানীর বাড্ডা এলাকা থেকে তোলা

মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে মানুষ। তবে আবহাওয়াবিদরা বলছেন, আগামী রোববার আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদের দেখা মিলতে পারে।
শুক্রবার (৬ অক্টোবর) রাতে এই বার্তা দেয় আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও শনিবার পর্যন্ত এই অবস্থা থাকবে। তবে ওইদিন দুপুরের মধ্যে বৃষ্টি কমে আসবে। কিন্তু দিনভর আকাশ মেঘলা থাকবে। তবে রোববার থেকে আকাশ পরিষ্কার হবে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রাও।
অন্যদিকে আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। এর ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে থাকা নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পাশাপাশি রাজশাহী, বগুড়া, পাবনা, দিনাজপুর, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৬ অক্টোবর ২০২৩
Facebook Comments Box
ট্যাগস :

রোদের দেখা মিলবে রোববার

আপডেট সময় : ১১:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে মানুষ। তবে আবহাওয়াবিদরা বলছেন, আগামী রোববার আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদের দেখা মিলতে পারে।
শুক্রবার (৬ অক্টোবর) রাতে এই বার্তা দেয় আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও শনিবার পর্যন্ত এই অবস্থা থাকবে। তবে ওইদিন দুপুরের মধ্যে বৃষ্টি কমে আসবে। কিন্তু দিনভর আকাশ মেঘলা থাকবে। তবে রোববার থেকে আকাশ পরিষ্কার হবে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রাও।
অন্যদিকে আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। এর ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে থাকা নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পাশাপাশি রাজশাহী, বগুড়া, পাবনা, দিনাজপুর, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৬ অক্টোবর ২০২৩
Facebook Comments Box