ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১২০ টাকায়

 অর্থনৈতিক প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৫২ বার পঠিত

খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অনেকে চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য বিদেশে যাচ্ছেন। তাদের প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১১৯ টাকা ৫০ পয়সা থেকে ১২০ টাকা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে ১১৯ থেকে ১২০ টাকা।

 

যেখানে গত সপ্তাহে এক ডলার ছিল ১১৭-১১৮ টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দাম অনুযায়ী খুচরা ডলারের দাম ১১৩ টাকার বেশি হওয়ার কথা নয়। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এক্সচেঞ্জ হাউজ ও ডলার কেনাবেচা করা ব্যক্তিদের থেকে জানা গেছে, বেশিরভাগ মানি চেঞ্জারের কাছে ডলার নেই। যাদের কাছে আছে তারাও সরাসরি ডলার বিক্রি করছেন না।

 

পরিচিত কারও মাধ্যমে ডলার বিক্রি করছেন। প্রতি ডলারে রেট নিচ্ছেন ১১৯ টাকা ৫০ পয়সা থেকে ১২০ টাকা। অর্থাৎ নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১২০ টাকা পর্যন্ত। একটি মানি একচেঞ্জে এক ডলার ক্রেতা বলেন, জরুরি চিকিৎসার কারণে ভারতে যাব ও ভিসা হয়েছে।

 

ডলার রাজধানীর অনেক জায়গায় কিনতে গিয়ে পাইনি। তবে, এখানে পেয়েছি। সাধারণ বাজার থেকে ডলারের দাম বেশি। তিনি বলেন, ‘এখানে ডলার ১১৯ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।’

Facebook Comments Box
ট্যাগস :

খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১২০ টাকায়

আপডেট সময় : ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অনেকে চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য বিদেশে যাচ্ছেন। তাদের প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১১৯ টাকা ৫০ পয়সা থেকে ১২০ টাকা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে ১১৯ থেকে ১২০ টাকা।

 

যেখানে গত সপ্তাহে এক ডলার ছিল ১১৭-১১৮ টাকা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দাম অনুযায়ী খুচরা ডলারের দাম ১১৩ টাকার বেশি হওয়ার কথা নয়। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এক্সচেঞ্জ হাউজ ও ডলার কেনাবেচা করা ব্যক্তিদের থেকে জানা গেছে, বেশিরভাগ মানি চেঞ্জারের কাছে ডলার নেই। যাদের কাছে আছে তারাও সরাসরি ডলার বিক্রি করছেন না।

 

পরিচিত কারও মাধ্যমে ডলার বিক্রি করছেন। প্রতি ডলারে রেট নিচ্ছেন ১১৯ টাকা ৫০ পয়সা থেকে ১২০ টাকা। অর্থাৎ নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১২০ টাকা পর্যন্ত। একটি মানি একচেঞ্জে এক ডলার ক্রেতা বলেন, জরুরি চিকিৎসার কারণে ভারতে যাব ও ভিসা হয়েছে।

 

ডলার রাজধানীর অনেক জায়গায় কিনতে গিয়ে পাইনি। তবে, এখানে পেয়েছি। সাধারণ বাজার থেকে ডলারের দাম বেশি। তিনি বলেন, ‘এখানে ডলার ১১৯ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।’

Facebook Comments Box