ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মৃত অজ্ঞাত যুবককে বেড়া থেকে পাবনা পাঠানো হয়েছিল

 পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৩৯ বার পঠিত

পাবনা সদর হাপাতালে মৃত অজ্ঞাত (২৫) এক তরুণের পরিচয় পাওয়া না গেলেও তার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। গত বুধবার বেড়া হাসপাতালের ডাঃ সাদ্দাম হোসেন তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন ওই যুবকের ছবি দিয়ে। তাতে তিনি লিখেছেন এই অজ্ঞাত যুবককে গত ৫ দিন আগে কাশিনাথপুর রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে কিছু মানুষ বেড়া হাসপাতালে ভর্তি করে।

 

তিনি বলেন, তার অবস্থা দেখে মানসিক বা শাররীক প্রতিবন্ধী মনে হয় নাই। তাকে প্যান্ট গেনি্জ পরিহিত ভদ্র বলেই মনে হয়েছে। তবে তার শরীরে ও মুখে জখমের চিহ্ন রয়েছে। অজ্ঞাত রোগী ৫দিন চিকিৎসাধীন অবস্থায় কথা বলতে পারেন নাই। এ বিষয়ে জানতে শুক্রবার দুপুরে কথা হয় ডাঃ সাদ্দামের সাথে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল এ জন্য বৃহস্পতিবার রেফার্ড করে বেড়া সমাজ সেবা্ ও থানা পুলিশের সহযোগিতায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

 

দুপুর ২টার দিকে পাবনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে হাসপাতালে আনা লোকজন সটকে পড়ে। এ দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের না পেয়ে রেজিস্টারে গিয়ে দেখেন, সেখানে তাদের যে নাম ঠিকানা দেয়া আছে সেটা সঠিক নয়। একটা মোবাইল নম্বর পাওয়া গেলেও সে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জাহাঙ্গীর হোসেন পাবনা সদর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

হাসপাতালের ওয়ার্ড মাস্টার জাহাঙ্গীর জানান, ওই রোগীকে দুপুরে রায়হান নামে এক লোক নাম জানা নেই বলে ভর্তি করে। রোগীর টিকিটে শুধু ফোন নম্বর আর রায়হানের নাম লেখা ছিল। তবে তিনি বেড়া হাসপাতালের বিষযটি জানেন না।

 

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত কর্মকর্তা এসআই রবিউল জানান অজ্ঞাত যুবকের লাশের ময়না তদন্ত তদন্ত এখনও হয়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৬ অক্টোবর ২০২৩
Facebook Comments Box
ট্যাগস :

মৃত অজ্ঞাত যুবককে বেড়া থেকে পাবনা পাঠানো হয়েছিল

আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

পাবনা সদর হাপাতালে মৃত অজ্ঞাত (২৫) এক তরুণের পরিচয় পাওয়া না গেলেও তার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। গত বুধবার বেড়া হাসপাতালের ডাঃ সাদ্দাম হোসেন তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন ওই যুবকের ছবি দিয়ে। তাতে তিনি লিখেছেন এই অজ্ঞাত যুবককে গত ৫ দিন আগে কাশিনাথপুর রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে কিছু মানুষ বেড়া হাসপাতালে ভর্তি করে।

 

তিনি বলেন, তার অবস্থা দেখে মানসিক বা শাররীক প্রতিবন্ধী মনে হয় নাই। তাকে প্যান্ট গেনি্জ পরিহিত ভদ্র বলেই মনে হয়েছে। তবে তার শরীরে ও মুখে জখমের চিহ্ন রয়েছে। অজ্ঞাত রোগী ৫দিন চিকিৎসাধীন অবস্থায় কথা বলতে পারেন নাই। এ বিষয়ে জানতে শুক্রবার দুপুরে কথা হয় ডাঃ সাদ্দামের সাথে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছিল এ জন্য বৃহস্পতিবার রেফার্ড করে বেড়া সমাজ সেবা্ ও থানা পুলিশের সহযোগিতায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

 

দুপুর ২টার দিকে পাবনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে হাসপাতালে আনা লোকজন সটকে পড়ে। এ দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের না পেয়ে রেজিস্টারে গিয়ে দেখেন, সেখানে তাদের যে নাম ঠিকানা দেয়া আছে সেটা সঠিক নয়। একটা মোবাইল নম্বর পাওয়া গেলেও সে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জাহাঙ্গীর হোসেন পাবনা সদর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 

হাসপাতালের ওয়ার্ড মাস্টার জাহাঙ্গীর জানান, ওই রোগীকে দুপুরে রায়হান নামে এক লোক নাম জানা নেই বলে ভর্তি করে। রোগীর টিকিটে শুধু ফোন নম্বর আর রায়হানের নাম লেখা ছিল। তবে তিনি বেড়া হাসপাতালের বিষযটি জানেন না।

 

পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত কর্মকর্তা এসআই রবিউল জানান অজ্ঞাত যুবকের লাশের ময়না তদন্ত তদন্ত এখনও হয়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৬ অক্টোবর ২০২৩
Facebook Comments Box