ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে কাল ইংল্যান্ড-বাংলাদেশ মুখোমুখি

 ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২৪ বার পঠিত

বাংলাদেশ দল

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। মূল পর্বে নামার আগে শক্তিমত্তা আরেকটু পরখ করে নিতে আগামীকাল সোমবার (২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে তারা। এদিন ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দুপুর আড়াইটায় মাঠে নামবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

অনুশীলনে পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় প্রথম ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত তিনি। প্রথম ম্যাচে দলের অধিনায়কত্ব করা মিরাজকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচের একাদশে অনুপস্থিত খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে দ্বিতীয় ম্যাচে।

সাকিব-মিরাজ না খেললে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নামার আগ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ওপর যথেষ্ট চাপ ছিল। যতটা না প্রত্যাশার চাপ, তার চেয়ে বেশি বিতর্কের।

সেসব এক পাশে সরিয়ে দারুণ পারফর্ম করে বাংলাদেশ দল। তুলে নেয় আত্মবিশ্বাস ফিরে পাওয়া জয়। বাংলাদেশি বোলারদের অসাধারণ বোলিংয়ে ব্যাট হাতে ঝড়ো শুরু করা লঙ্কানদের শেষ পর্যন্ত থামতে হয় ২৬৩ রানে। সেই লক্ষ্য সাত উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। বাংলাদেশের যে ওপেনিং নিয়ে চলছে এত আলোচনা, সেই ওপেনিংয়ে ১৩১ রানের অসাধারণ জুটি গড়েন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম।

৫৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন লিটন। আরেক ওপেনার তামিম খেলেন ৮৮ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। অর্ধশতক তুলে নেন মিরাজও। তবে, শক্তি-সামর্থ্যে লঙ্কানদের চেয়ে এগিয়ে ইংরেজরা। বাংলাদেশ সেটি ভালো করেই জানে। তাই, প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশের সামনে সুযোগ মূল পর্বের আগে বিশ্বচ্যাম্পিয়নদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা নেওয়ার।

বিশ্বকাপের মূল পর্বে আগামী ১০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের বিশ্বকাপ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১ লা অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে কাল ইংল্যান্ড-বাংলাদেশ মুখোমুখি

আপডেট সময় : ১১:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। মূল পর্বে নামার আগে শক্তিমত্তা আরেকটু পরখ করে নিতে আগামীকাল সোমবার (২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে তারা। এদিন ভারতের গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দুপুর আড়াইটায় মাঠে নামবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

অনুশীলনে পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় প্রথম ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত তিনি। প্রথম ম্যাচে দলের অধিনায়কত্ব করা মিরাজকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচের একাদশে অনুপস্থিত খেলোয়াড়দের সুযোগ দেওয়া হবে দ্বিতীয় ম্যাচে।

সাকিব-মিরাজ না খেললে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরবেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নামার আগ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ওপর যথেষ্ট চাপ ছিল। যতটা না প্রত্যাশার চাপ, তার চেয়ে বেশি বিতর্কের।

সেসব এক পাশে সরিয়ে দারুণ পারফর্ম করে বাংলাদেশ দল। তুলে নেয় আত্মবিশ্বাস ফিরে পাওয়া জয়। বাংলাদেশি বোলারদের অসাধারণ বোলিংয়ে ব্যাট হাতে ঝড়ো শুরু করা লঙ্কানদের শেষ পর্যন্ত থামতে হয় ২৬৩ রানে। সেই লক্ষ্য সাত উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। বাংলাদেশের যে ওপেনিং নিয়ে চলছে এত আলোচনা, সেই ওপেনিংয়ে ১৩১ রানের অসাধারণ জুটি গড়েন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম।

৫৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন লিটন। আরেক ওপেনার তামিম খেলেন ৮৮ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস। অর্ধশতক তুলে নেন মিরাজও। তবে, শক্তি-সামর্থ্যে লঙ্কানদের চেয়ে এগিয়ে ইংরেজরা। বাংলাদেশ সেটি ভালো করেই জানে। তাই, প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশের সামনে সুযোগ মূল পর্বের আগে বিশ্বচ্যাম্পিয়নদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা নেওয়ার।

বিশ্বকাপের মূল পর্বে আগামী ১০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের বিশ্বকাপ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১ লা অক্টোবর ২০২৩

Facebook Comments Box