ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লাগেজে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

 চট্টগ্রাম ব্যুরো পতেঙ্গা :
  • আপডেট সময় : ০২:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৭৫ বার পঠিত

পতেঙ্গা সমুদ্র সৈকত

চট্টগ্রামের পতেঙ্গায় লাগেজে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। গত বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর ) রাতে পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে একটি ট্রলি ব্যাগে এক ব্যক্তির মরদেহের আটটি খণ্ড উদ্ধার করা হয়।

শনিবার ( ২৩ সেপ্টেম্বর ) নগরীর আকমল আলী ঘাটের খালপাড় এলাকা থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহতের নাম মো. মোস্তাফিজুর রহমান (৪০)। তিনি বাঁশখালীর কাতারিয়ার হাছন আলীর ছেলে। তিনি নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার শেরশাহ এলাকায় থাকতেন। পিবিআই মেট্রোর পুলিশ পরিদর্শক ইলিয়াস হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। মরদেহের হাতের আংগুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে তার পরিচয় জানা গেছে।

শুক্রবার সারারাত অভিযান চালিয়ে শনিবার সকাল ৮টার দিকে তার শরীরের বাকি অংশ মাথা ও ধর আকমল আলী ঘাট খাল পাড় এলাকায় পাওয়া গেছে। তবে কী কারণে এই বর্বর হত্যাকাণ্ড এ বিষয়ে তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পতেঙ্গা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পুলিশ।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৩ সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

লাগেজে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

আপডেট সময় : ০২:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের পতেঙ্গায় লাগেজে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। গত বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর ) রাতে পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকা থেকে একটি ট্রলি ব্যাগে এক ব্যক্তির মরদেহের আটটি খণ্ড উদ্ধার করা হয়।

শনিবার ( ২৩ সেপ্টেম্বর ) নগরীর আকমল আলী ঘাটের খালপাড় এলাকা থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহতের নাম মো. মোস্তাফিজুর রহমান (৪০)। তিনি বাঁশখালীর কাতারিয়ার হাছন আলীর ছেলে। তিনি নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার শেরশাহ এলাকায় থাকতেন। পিবিআই মেট্রোর পুলিশ পরিদর্শক ইলিয়াস হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। মরদেহের হাতের আংগুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে তার পরিচয় জানা গেছে।

শুক্রবার সারারাত অভিযান চালিয়ে শনিবার সকাল ৮টার দিকে তার শরীরের বাকি অংশ মাথা ও ধর আকমল আলী ঘাট খাল পাড় এলাকায় পাওয়া গেছে। তবে কী কারণে এই বর্বর হত্যাকাণ্ড এ বিষয়ে তদন্ত শেষে জানা যাবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পতেঙ্গা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পুলিশ।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৩ সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box