জুলাই- অগাস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারে আবার বসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
- আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৬ বার পঠিত
জুলাই- অগাস্টের গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আজ রোববার আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম হবে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৭ই অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আসামীদের ১৮ই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।
এরই মধ্যে হাইকোর্টে অন্তর্বর্তী সরকারের এ সময়ে নিয়োগ পাওয়া তিন জন বিচারকের সমন্বয়ে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ পর্যন্ত শেখ হাসিনা ও তার দলের অনেক নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের কাছে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ৬০ টিরও বেশি অভিযোগ জমা পড়েছে।
তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম এরই মধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন-১৯৭৩ সংশোধনের জন্য একটি খসড়াও তৈরি করেছে সরকার।