ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে ‘দ্রোহ কার্নিভালের’ অনুমতি,

আদালতের হস্তক্ষেপে প্রতিবাদ কর্মসূচির অনুমতি
  • আপডেট সময় : ০৭:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২ বার পঠিত

কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্রতিবাদী কর্মসূচি পালনের অনুমতি পেল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌‌স। আরজি কর হাসপাতালে কর্মরত নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের দাবির সমর্থনে প্রতিবাদী কর্মসূচি ‘দ্রোহ কার্নিভালের’ ডাক দিয়েছিল ওই সংগঠন। কিন্তু অনুমতি মেলেনি।

চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও রাজ্য সরকারের মধ্যে এর আগেও ‘সংঘাত’ দেখা গিয়েছে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে আয়োজিত শোভাযাত্রা দুর্গা ‘পুজো কার্নিভাল’ রয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। গত কয়েক বছর ধরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার রেড রোডে। সেখানে দুর্গা প্রতিমাসহ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

যেখানে এই অনুষ্ঠান হচ্ছে, তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ‘দ্রোহ কার্নিভাল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

এই আবহে মঙ্গলবার ‘দ্রোহ কার্নিভাল’ প্রত্যাহারের অনুরোধও জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এরপর রানি রাসমণি রোড এবং সংলগ্ন কিছু জায়গায় ১৬৩ ধারা জারি করা হয়। রাস্তায় ব্যারিকেডও দেওয়া হয়।

কিন্তু মঙ্গলবার হাইকোর্টের হস্তক্ষেপে ১৬৩ ধারা খারিজ হয় এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি মেলে চিকিৎসক সংগঠনের। বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে চিকিৎসক ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়াও নাগরিক সমাজ যোগ দিয়েছে।

অন্যদিকে, রাজ্যের তরফে আয়োজিত কার্নিভালও শুরু হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে ‘দ্রোহ কার্নিভালের’ অনুমতি,

আপডেট সময় : ০৭:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্রতিবাদী কর্মসূচি পালনের অনুমতি পেল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌‌স। আরজি কর হাসপাতালে কর্মরত নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের দাবির সমর্থনে প্রতিবাদী কর্মসূচি ‘দ্রোহ কার্নিভালের’ ডাক দিয়েছিল ওই সংগঠন। কিন্তু অনুমতি মেলেনি।

চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত জুনিয়র ডাক্তার ও রাজ্য সরকারের মধ্যে এর আগেও ‘সংঘাত’ দেখা গিয়েছে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে আয়োজিত শোভাযাত্রা দুর্গা ‘পুজো কার্নিভাল’ রয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। গত কয়েক বছর ধরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার রেড রোডে। সেখানে দুর্গা প্রতিমাসহ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

যেখানে এই অনুষ্ঠান হচ্ছে, তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ‘দ্রোহ কার্নিভাল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

এই আবহে মঙ্গলবার ‘দ্রোহ কার্নিভাল’ প্রত্যাহারের অনুরোধও জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এরপর রানি রাসমণি রোড এবং সংলগ্ন কিছু জায়গায় ১৬৩ ধারা জারি করা হয়। রাস্তায় ব্যারিকেডও দেওয়া হয়।

কিন্তু মঙ্গলবার হাইকোর্টের হস্তক্ষেপে ১৬৩ ধারা খারিজ হয় এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি মেলে চিকিৎসক সংগঠনের। বিকেল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে চিকিৎসক ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়াও নাগরিক সমাজ যোগ দিয়েছে।

অন্যদিকে, রাজ্যের তরফে আয়োজিত কার্নিভালও শুরু হয়েছে।

Facebook Comments Box