ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় এলপিজি জাহাজের ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২ বার পঠিত

কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজের ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে ওই জাহাজে থাকা ৩২ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।

কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফট্যান্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার রাত পৌনে একটার দিকে এলপিজি বহনকারী জাহাজ ‘সুফিয়া’ কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল। হঠাৎ মধ্যরাতে জাহাজটিতে আগুন লেগে যায়।

কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ উদ্ধারকাজ শুরু করে।

আগুন লাগার পর প্রথমে নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে সাগরে লাফ দেন। পরে নাবিকদের উদ্ধার করা হয় বলে জানা গেছে। তবে জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং তাতে কী পরিমাণ এলপিজি ছিল তা এখনো জানা যায়নি। এছাড়া জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তাও নিশ্চিত করে বলতে পারেনি নৌবাহিনী ও কোস্ট গার্ড।

Facebook Comments Box
ট্যাগস :

কুতুবদিয়ায় এলপিজি জাহাজের ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে এলপিজি বহনকারী লাইটারেজ জাহাজের ভয়াবহ আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে ওই জাহাজে থাকা ৩২ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল।

কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফট্যান্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার রাত পৌনে একটার দিকে এলপিজি বহনকারী জাহাজ ‘সুফিয়া’ কুতুবদিয়া উপকূলের পশ্চিমে বঙ্গোপসাগরে নোঙর করেছিল। হঠাৎ মধ্যরাতে জাহাজটিতে আগুন লেগে যায়।

কুতুবদিয়ার উপজেলা প্রশাসন ও স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনী ও কোস্টগার্ডের কয়েকটি জাহাজ উদ্ধারকাজ শুরু করে।

আগুন লাগার পর প্রথমে নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে সাগরে লাফ দেন। পরে নাবিকদের উদ্ধার করা হয় বলে জানা গেছে। তবে জাহাজটি কোন দেশ থেকে আসছিল এবং তাতে কী পরিমাণ এলপিজি ছিল তা এখনো জানা যায়নি। এছাড়া জাহাজটিতে কতজন ক্রু ছিলেন তাও নিশ্চিত করে বলতে পারেনি নৌবাহিনী ও কোস্ট গার্ড।

Facebook Comments Box