ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আবরার হত্যা মামলার আপিল শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২ বার পঠিত

আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে, সোমবার (৭ই অক্টোবর) সাংবাদিকদের এই কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে তিনি জানান, আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি ২০২২ সালের ৬ জানুয়ারি হাই কোর্টে আসে।

এরপর হাই কোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়।

আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।

দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারেন। এই আপিলের ভিত্তিতেই দ্রুত শুনানি হবে বলে জানিয়েছেন মি. আসাদুজ্জামান।

বুয়েটের শের-এ-বাংলা হলে হত্যা

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ঠিক পাঁচ বছর আগে শের-এ-বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়।

এই হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ই অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকত উল্লাহ। আসামীরা বুয়েট ছাত্রলীগের সাথে জড়িত ছিল।

ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড কেন্দ্র করে পাঁচ বছর আগে বাংলাদেশের শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জুলাই-অগাস্ট মাসের আন্দোলনেও আবরার ফাহাদের নাম প্রাসঙ্গিক হয়ে উঠেছিল।

চলতি বছরের ৩রা সেপ্টেম্বর আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারী করে হাইকোর্ট।

Facebook Comments Box
ট্যাগস :

আবরার হত্যা মামলার আপিল শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ১২:৪০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে, সোমবার (৭ই অক্টোবর) সাংবাদিকদের এই কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে তিনি জানান, আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি ২০২২ সালের ৬ জানুয়ারি হাই কোর্টে আসে।

এরপর হাই কোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়।

আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।

দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারেন। এই আপিলের ভিত্তিতেই দ্রুত শুনানি হবে বলে জানিয়েছেন মি. আসাদুজ্জামান।

বুয়েটের শের-এ-বাংলা হলে হত্যা

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ঠিক পাঁচ বছর আগে শের-এ-বাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়।

এই হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ই অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা বরকত উল্লাহ। আসামীরা বুয়েট ছাত্রলীগের সাথে জড়িত ছিল।

ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড কেন্দ্র করে পাঁচ বছর আগে বাংলাদেশের শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জুলাই-অগাস্ট মাসের আন্দোলনেও আবরার ফাহাদের নাম প্রাসঙ্গিক হয়ে উঠেছিল।

চলতি বছরের ৩রা সেপ্টেম্বর আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারী করে হাইকোর্ট।

Facebook Comments Box