ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পেলেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৮ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৯শে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই মামলায় দণ্ডিত সাংবাদিক শফিক রেহমান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার দণ্ড এক বছরের জন্য স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাই তাদের কারাগারে যেতে হয়নি।

তবে মাহমুদুর রহমান সাজা স্থগিতের কোনো আবেদন না করেই আদালতে আত্মসমর্পণ করায় তাকে কারাগারে যেতে হয়।

মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ই এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার হন।

এরপর ২০১৬ সালের নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি মালয়েশিয়ায় চলে যান।

প্রায় সাড়ে পাঁচ বছর পর গত শুক্রবার তিনি তুরস্ক থেকে দেশে ফেরেন।

Facebook Comments Box
ট্যাগস :

জামিন পেলেন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান

আপডেট সময় : ০৬:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৯শে সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই মামলায় দণ্ডিত সাংবাদিক শফিক রেহমান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার দণ্ড এক বছরের জন্য স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাই তাদের কারাগারে যেতে হয়নি।

তবে মাহমুদুর রহমান সাজা স্থগিতের কোনো আবেদন না করেই আদালতে আত্মসমর্পণ করায় তাকে কারাগারে যেতে হয়।

মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১ই এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার হন।

এরপর ২০১৬ সালের নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি মালয়েশিয়ায় চলে যান।

প্রায় সাড়ে পাঁচ বছর পর গত শুক্রবার তিনি তুরস্ক থেকে দেশে ফেরেন।

Facebook Comments Box