ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থী শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতের

চট্টগ্রাম প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৩ বার পঠিত

ছবি সংগৃহিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপি নেতা শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছে আদালত।

একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়ে ২০২১ সালের ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত ওই চট্টগ্রাম সিটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে আদালত।

ওই বছরের নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন শাহাদাত হোসেনও। ফলাফলে তিনি আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন।

পরে ওই বছরের ২৪শে ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে তিনি নির্বাচন কমিশনারসহ মোট নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম-ই আসীন হয়েছিলেন। তবে গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং গত ১৯শে অগাস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে অপসারণ করে।

অবৈধ ঘোষণা করা সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট।

এদিকে রায় ঘোষণার পর বিএনপি নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তাঁরা নানা স্লোগান দিয়ে শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে স্বাগত জানান। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে নয়জনকে বিবাদী করে মামলাটি করেছিলেন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।

Facebook Comments Box
ট্যাগস :

বিএনপি প্রার্থী শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা আদালতের

আপডেট সময় : ০৫:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপি নেতা শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছে আদালত।

একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়ে ২০২১ সালের ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত ওই চট্টগ্রাম সিটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে আদালত।

ওই বছরের নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন শাহাদাত হোসেনও। ফলাফলে তিনি আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছে হেরে গিয়েছিলেন।

পরে ওই বছরের ২৪শে ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে তিনি নির্বাচন কমিশনারসহ মোট নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম-ই আসীন হয়েছিলেন। তবে গত পাঁচই অগাস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান এবং গত ১৯শে অগাস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে অপসারণ করে।

অবৈধ ঘোষণা করা সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। শাহাদাত হোসেন পান ৫২ হাজার ৪৮৯ ভোট।

এদিকে রায় ঘোষণার পর বিএনপি নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তাঁরা নানা স্লোগান দিয়ে শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে স্বাগত জানান। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে নয়জনকে বিবাদী করে মামলাটি করেছিলেন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।

Facebook Comments Box