ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের তেলবাহী ট্যাংকারে আগুন, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৩ বার পঠিত

চট্টগ্রামের পতেঙ্গায় নোঙর করা একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এক মার্শাল ক্যাডেটসহ তিন জন নিখোঁজ রয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কাজী হুমায়ুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে।

এমটি বাংলার জ্যোতি নামে ট্যাংকারটি সাগরে নোঙর করে রাখা বড় জাহাজ থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।

সকালে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে।

তেল খালাস করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণের পর পর মার্শাল ক্যাডেট সৌরভ (৩৫) এবং দুই কর্মী নুরুল আলম এবং হারুনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।

তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।

Facebook Comments Box
ট্যাগস :

চট্টগ্রাম বন্দরের তেলবাহী ট্যাংকারে আগুন, নিখোঁজ ৩

আপডেট সময় : ০৭:১৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের পতেঙ্গায় নোঙর করা একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এক মার্শাল ক্যাডেটসহ তিন জন নিখোঁজ রয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছে কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কাজী হুমায়ুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বেলা সোয়া ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে এ ঘটনা ঘটে।

এমটি বাংলার জ্যোতি নামে ট্যাংকারটি সাগরে নোঙর করে রাখা বড় জাহাজ থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা হয়।

সকালে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে।

তেল খালাস করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণের পর পর মার্শাল ক্যাডেট সৌরভ (৩৫) এবং দুই কর্মী নুরুল আলম এবং হারুনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।

তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি।

Facebook Comments Box