ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মিয়ানমার থেকে দেশে ফিরল ৮৫জন বাংলাদেশি, ফেরত গেছে ১২৩ বিজিপি সদস্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৫ বার পঠিত

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া দেশটির বর্ডার গার্ড পুলিশ বা বিজিপিসহ দেশটির নিরাপত্তা বাহিনীর ১২৩ সদস্যকে রোববার ফেরত পাঠানো হয়েছে।

তারা বিভিন্ন সময় টেকনাফ সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

গত ফেব্রুয়ারির শুরু থেকে এ পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ আশ্রয় নেয় মিয়ানমারের ৮৭৫ জন।

যাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করে বাংলাদেশের বিজিবি।

একই সময়ে মিয়ানমার থেকে তাদের দেশের বিজিপি সদস্যদের নিতে যে জাহাজটি এসেছে, ওই জাহাজে করে দেশে ফিরেছেন ৮৫জন বাংলাদেশি।

তাদের সবাই মিয়ানমারে অবৈধভাবে অবস্থান করে আটকের পর দেশটির কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছিলেন।

দেশে ফিরিয়ে আনার পর এসব বাংলাদেশি নাগরিকদের কক্সবাজারের জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার সরকার।

এর মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিন জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

তারা কক্সবাজার এবং রাঙামাটিসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

Facebook Comments Box
ট্যাগস :

মিয়ানমার থেকে দেশে ফিরল ৮৫জন বাংলাদেশি, ফেরত গেছে ১২৩ বিজিপি সদস্য

আপডেট সময় : ০৬:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া দেশটির বর্ডার গার্ড পুলিশ বা বিজিপিসহ দেশটির নিরাপত্তা বাহিনীর ১২৩ সদস্যকে রোববার ফেরত পাঠানো হয়েছে।

তারা বিভিন্ন সময় টেকনাফ সীমান্ত দিয়ে আশ্রয়ের জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

গত ফেব্রুয়ারির শুরু থেকে এ পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ আশ্রয় নেয় মিয়ানমারের ৮৭৫ জন।

যাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করে বাংলাদেশের বিজিবি।

একই সময়ে মিয়ানমার থেকে তাদের দেশের বিজিপি সদস্যদের নিতে যে জাহাজটি এসেছে, ওই জাহাজে করে দেশে ফিরেছেন ৮৫জন বাংলাদেশি।

তাদের সবাই মিয়ানমারে অবৈধভাবে অবস্থান করে আটকের পর দেশটির কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছিলেন।

দেশে ফিরিয়ে আনার পর এসব বাংলাদেশি নাগরিকদের কক্সবাজারের জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার সরকার।

এর মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, তিন জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

তারা কক্সবাজার এবং রাঙামাটিসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

Facebook Comments Box