ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৮ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাস নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সঞ্জিত বিশ্বাসকে থানায় জিজ্ঞাসাবাদের সময় একবার বাংলায় এবং একবার হিন্দি ভাষায় কথা বলে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার পাঠানো বিজ্ঞপ্তিতে ফরিদপুরের পুলিশ সুপারের বরাত দিয়ে বলা হয়েছে, সঞ্জিত বিশ্বাসকে গ্রেপ্তারের খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর তার বাবা নিশিকান্ত বিশ্বাস পুলিশের সাথে যোগাযোগ করে।

নিশিকান্ত বিশ্বাস পুলিশকে জানায়, আটককৃত ব্যক্তি তার ছেলে। সে মানসিকভাবে অসুস্থ, প্রায় ২৪/২৫ বছর বয়সে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়ে অনেকদিন ছিলেন পরবর্তীতে দেশে ফিরেন।

প্রায় চার বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আর বাড়িতে ফিরে আসেন নি এবং পরিবারের সাথে কোন যোগাযোগ নেই। তিনি প্রায়ই ভারতে যাতায়াত করতেন বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

গত ১৪ই সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালী মন্দিরে কে বা কারা নির্মিতব্য প্রতিমা ভাঙচুর করে। পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ সঞ্জিত বিশ্বাসকে গ্রেপ্তার করে।

Facebook Comments Box
ট্যাগস :

প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন

আপডেট সময় : ১২:০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুরের ভাঙ্গায় হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাস নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সঞ্জিত বিশ্বাসকে থানায় জিজ্ঞাসাবাদের সময় একবার বাংলায় এবং একবার হিন্দি ভাষায় কথা বলে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার পাঠানো বিজ্ঞপ্তিতে ফরিদপুরের পুলিশ সুপারের বরাত দিয়ে বলা হয়েছে, সঞ্জিত বিশ্বাসকে গ্রেপ্তারের খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর তার বাবা নিশিকান্ত বিশ্বাস পুলিশের সাথে যোগাযোগ করে।

নিশিকান্ত বিশ্বাস পুলিশকে জানায়, আটককৃত ব্যক্তি তার ছেলে। সে মানসিকভাবে অসুস্থ, প্রায় ২৪/২৫ বছর বয়সে কাজের উদ্দেশ্যে ভারতে গিয়ে অনেকদিন ছিলেন পরবর্তীতে দেশে ফিরেন।

প্রায় চার বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আর বাড়িতে ফিরে আসেন নি এবং পরিবারের সাথে কোন যোগাযোগ নেই। তিনি প্রায়ই ভারতে যাতায়াত করতেন বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

গত ১৪ই সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালী মন্দিরে কে বা কারা নির্মিতব্য প্রতিমা ভাঙচুর করে। পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ সঞ্জিত বিশ্বাসকে গ্রেপ্তার করে।

Facebook Comments Box