ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ-শিমুল বিশ্বাস

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৪৯ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারে পতন ঘটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অবদান ভুলবার নয়। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ। এই শিক্ষার্থীদের হাত ধরেই একটি সোনার বাংলা গড়ে উঠবে। তারা যেন পারিবারিকভাবে সামাজিকভাবে সচ্ছলভাবে চলতে পারে আমাদের ব্যাক্তিগত যতটুকু সহযোগীতা সেটুকু করা। রাষ্ট্রিয় পর্যায়ের সকল সহযোগীতা তাদের জন্য আদায় করে দেয়া আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ০৪ আগষ্ট গুলিবিদ্ধ গুরুতর অসুস্থ শিক্ষার্থী শহীদ মনসুর আলী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র আরিফুল ইসলামকে দেখতে তার গ্রামের বাড়ি  সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে যান এবং তার খোঁজ খবর নেন ও পরিবারের সাথে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ৫ তারিখে হাসিনা ভেগে গেছে, এর পর আমরা জেল থেকে বের হয়েছি এই ছাত্রদের রক্ত ত্যাগের বিনিময়ে নইলে কতদিন জেলে থাকতে হতো, আমাদের ফিরে আসা হতো কিনা জানিনা। আজকে বাংলাদেশের সমস্ত মানুষ বিজয়ের আনন্দে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। অভাববনীয় ভাবে এই দুঃশাসনের পতন ঘটেছে।

পরিদর্শন কালে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

পরে নেতাকর্মীদের নিয়ে চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস নিজ তহবিল থেকে আহত পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

Facebook Comments Box
ট্যাগস :

আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ-শিমুল বিশ্বাস

আপডেট সময় : ১০:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারে পতন ঘটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অবদান ভুলবার নয়। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ। এই শিক্ষার্থীদের হাত ধরেই একটি সোনার বাংলা গড়ে উঠবে। তারা যেন পারিবারিকভাবে সামাজিকভাবে সচ্ছলভাবে চলতে পারে আমাদের ব্যাক্তিগত যতটুকু সহযোগীতা সেটুকু করা। রাষ্ট্রিয় পর্যায়ের সকল সহযোগীতা তাদের জন্য আদায় করে দেয়া আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ০৪ আগষ্ট গুলিবিদ্ধ গুরুতর অসুস্থ শিক্ষার্থী শহীদ মনসুর আলী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র আরিফুল ইসলামকে দেখতে তার গ্রামের বাড়ি  সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে যান এবং তার খোঁজ খবর নেন ও পরিবারের সাথে কথা বলা শেষে তিনি সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ৫ তারিখে হাসিনা ভেগে গেছে, এর পর আমরা জেল থেকে বের হয়েছি এই ছাত্রদের রক্ত ত্যাগের বিনিময়ে নইলে কতদিন জেলে থাকতে হতো, আমাদের ফিরে আসা হতো কিনা জানিনা। আজকে বাংলাদেশের সমস্ত মানুষ বিজয়ের আনন্দে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। অভাববনীয় ভাবে এই দুঃশাসনের পতন ঘটেছে।

পরিদর্শন কালে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

পরে নেতাকর্মীদের নিয়ে চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস নিজ তহবিল থেকে আহত পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

Facebook Comments Box