ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

মুন্সিগঞ্জ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৬ বার পঠিত

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বক্তব্য দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার প্রধান বাজারের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানারপুল চত্বরে গিয়ে শেষ হয়।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল। এ দলে অনেক ভালো মানুষ আছে, তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। আপনারা দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না।’

স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের সমালোচনা করে যুবদল ও ছাত্রদল বিক্ষোভ করে। সমাবেশে পদত্যাগ চেয়ে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাশেম, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, সদস্য সচিব মো. রায়হান কবির, সাবেক ছাত্র নেতা মো. মোহসিন প্রমুখ।

এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেরপুর জেলা ছাত্রদলের আয়োজনে আজ সোমবার (১২ আগস্ট) রাত ৯টায় এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

Facebook Comments Box
ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৪৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বক্তব্য দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকার প্রধান বাজারের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানারপুল চত্বরে গিয়ে শেষ হয়।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল। এ দলে অনেক ভালো মানুষ আছে, তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। আপনারা দল গোছান, আপনারা তো নিষিদ্ধ না।’

স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের সমালোচনা করে যুবদল ও ছাত্রদল বিক্ষোভ করে। সমাবেশে পদত্যাগ চেয়ে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবদলের সদস্য সচিব মো. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাশেম, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, সদস্য সচিব মো. রায়হান কবির, সাবেক ছাত্র নেতা মো. মোহসিন প্রমুখ।

এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেরপুর জেলা ছাত্রদলের আয়োজনে আজ সোমবার (১২ আগস্ট) রাত ৯টায় এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

Facebook Comments Box