৯/১১ হামলা: দোষ স্বীকারে সম্মত তিন অভিযুক্ত
- আপডেট সময় : ০১:২৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৩৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ভয়াবহ নাইন এলিভেন (৯/১১) সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায় মাথায় পেতে নিতে রাজি হয়েছেন তিনজন অভিযুক্ত ব্যক্তি। তবে এই জন্য বিচার শেষে তাদের মৃত্যুদণ্ড দেয়া যাবে না বলে শর্ত দিয়েছেন তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিউবায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি গুয়ান্তানামো কারাগারে খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আত্তাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল-হাওসাভিকে বছরের পর বছর ধরে বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রসিকিউশন মৃত্যুদণ্ড না চাওয়ার বিনিময়ে অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করবে। তবে এই প্রি-ট্রায়াল চুক্তির শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি।
নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়ায় প্রায় তিন হাজার মানুষ আল-কায়েদার হামলায় নিহত হয়েছিল, যা ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা এবং আফগানিস্তান ও ইরাকে আক্রমণের সূত্রপাত করেছিল।
১৯৪১ সালে হাওয়াইয়ের পার্ল হারবারে জাপানি হামলায় দুই হাজার ৪০০ জন নিহত হয়েছিল। এরপর ৯/১১ এর হামলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সবচেয়ে ধ্বংসাত্মক হামলা।
সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, এই চুক্তিটি প্রথমে একটি চিঠিতে ঘোষণা করা হয়েছিল, যা প্রসিকিউটরদের মাধ্যমে অভিযুক্তদের পরিবারের কাছে পাঠানো হয়।
প্রধান প্রসিকিউটর রিয়ার অ্যাডমিরাল অ্যারন রাগের এই চিঠিতে বলা হয়েছে, ‘সম্ভাব্য শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড অপসারণের বিনিময়ে এই তিন অভিযুক্ত চার্জশিটে তালিকাভুক্ত দুই হাজার ৯৭৬ জনকে হত্যাসহ সব অপরাধ স্বীকার করতে সম্মত হয়েছে।’