ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্য ঢাকাসহ সারাদেশে রোববার বিএনপির দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১০ বার পঠিত

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রোববার ঢাকাসহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকায় এই কর্মসূচি সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, রোববার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন যথেষ্ট অসুস্থ। এই দেশের জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া কখন দুনিয়া ছেড়ে চলে যান, প্রতিদিন এই প্রতিক্ষায় বর্তমান সরকার অপেক্ষা করছে। এজন্য আজকে ধুকেধুকে তিনি তার উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এতো দাবি ও আহ্বানকে উপেক্ষা করে একজন ব্যক্তির ক্ষোভ ও প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা কোন না কোনভাবে বাধা হয়ে যাচ্ছে।

রিজভী বলেন, খালেদা জিয়াকে ধুকেধুকে শেষ করার যে গভীর নীলনকশা, সেই নীলনকশা থেকে সরকার সরেনি। এজন্য আজকে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন।

এসময় খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবারও দাবি জানান রিজভী।

Facebook Comments Box
ট্যাগস :

খালেদা জিয়ার জন্য ঢাকাসহ সারাদেশে রোববার বিএনপির দোয়া

আপডেট সময় : ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রোববার ঢাকাসহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকায় এই কর্মসূচি সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।

শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, রোববার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন যথেষ্ট অসুস্থ। এই দেশের জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া কখন দুনিয়া ছেড়ে চলে যান, প্রতিদিন এই প্রতিক্ষায় বর্তমান সরকার অপেক্ষা করছে। এজন্য আজকে ধুকেধুকে তিনি তার উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এতো দাবি ও আহ্বানকে উপেক্ষা করে একজন ব্যক্তির ক্ষোভ ও প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা কোন না কোনভাবে বাধা হয়ে যাচ্ছে।

রিজভী বলেন, খালেদা জিয়াকে ধুকেধুকে শেষ করার যে গভীর নীলনকশা, সেই নীলনকশা থেকে সরকার সরেনি। এজন্য আজকে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন।

এসময় খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবারও দাবি জানান রিজভী।

Facebook Comments Box