ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফেসবুকে ভুয়া আইডি খুলে রেলওয়ের ডিজি সেজে প্রতারণা: যেভাবে গ্রেফতার

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২৬ বার পঠিত

রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ওয়াজকুরুনী বা সাব্বির ওরফে ভেজাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। পরে গ্রেপ্তারকৃত’র নিকট থেকে প্রতারণা সংক্রান্ত প্রমাণপত্র পাওয়ায় রিমান্ডে নেওয়ার চিন্তাভাবনা করছে পুলিশ।

শনিবার (১ জুন) দুপুর ১২ টায় নীলফামারীর সৈয়দপুরস্থ রেলওয়ে পুলিশ ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেন রেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম। এসময় সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নূরুল ইসলাম, ওসি ডিবি আবু সাঈদ আখন্দ, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, এসআই হাবিব, এসআই ডিআইও নিমাদ নূর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম বলেন, ৮/১০ জনের একটি চক্র ভুয়া ফেসবুক আইডি খুলে যাত্রী সাধারণের সাথে প্রতারণা করার লক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রির জন্য অনলাইনের মাধ্যমে অর্থ আত্মসাত ও প্রতারনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদের দিক নির্দেশনায় রেলওয়ে থানার একটি টিম নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি বড় জুম্মাপাড়ায় অভিযান চালায়। এসময় অপরাধি চক্রের অন্যতম মুলহোতা ওয়াজকুরুনী বা সাব্বির ওরফে ভেজালকে গত ৩১ মে গ্রেপ্তার করা হয় । ওই সময় তাঁর নিকট থেকে একটি অ্যান্ড্রয়েট ও বাটন ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়াজকুরুনী বা সাব্বির ওরফে ভেজালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিকিট কালোবাজারি ও প্রতারণার সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাঁর দেওয়া তথ্য তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ সময় অভিযানে সহযোগিতার জন্য চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) কণক কুমার দাস ও নীলফামারীর ডোমার থানার অফিসার ও ফোর্সদের সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম। এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ট্যাগস :

ফেসবুকে ভুয়া আইডি খুলে রেলওয়ের ডিজি সেজে প্রতারণা: যেভাবে গ্রেফতার

আপডেট সময় : ০৪:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ওয়াজকুরুনী বা সাব্বির ওরফে ভেজাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়। পরে গ্রেপ্তারকৃত’র নিকট থেকে প্রতারণা সংক্রান্ত প্রমাণপত্র পাওয়ায় রিমান্ডে নেওয়ার চিন্তাভাবনা করছে পুলিশ।

শনিবার (১ জুন) দুপুর ১২ টায় নীলফামারীর সৈয়দপুরস্থ রেলওয়ে পুলিশ ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেন রেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম। এসময় সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নূরুল ইসলাম, ওসি ডিবি আবু সাঈদ আখন্দ, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, এসআই হাবিব, এসআই ডিআইও নিমাদ নূর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম বলেন, ৮/১০ জনের একটি চক্র ভুয়া ফেসবুক আইডি খুলে যাত্রী সাধারণের সাথে প্রতারণা করার লক্ষ্যে ট্রেনের টিকেট বিক্রির জন্য অনলাইনের মাধ্যমে অর্থ আত্মসাত ও প্রতারনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদের দিক নির্দেশনায় রেলওয়ে থানার একটি টিম নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি বড় জুম্মাপাড়ায় অভিযান চালায়। এসময় অপরাধি চক্রের অন্যতম মুলহোতা ওয়াজকুরুনী বা সাব্বির ওরফে ভেজালকে গত ৩১ মে গ্রেপ্তার করা হয় । ওই সময় তাঁর নিকট থেকে একটি অ্যান্ড্রয়েট ও বাটন ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ওয়াজকুরুনী বা সাব্বির ওরফে ভেজালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিকিট কালোবাজারি ও প্রতারণার সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তাঁর দেওয়া তথ্য তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। এ সময় অভিযানে সহযোগিতার জন্য চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) কণক কুমার দাস ও নীলফামারীর ডোমার থানার অফিসার ও ফোর্সদের সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম। এ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box