ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

নিয়মরক্ষার ম্যাচ রাঙাতে চায় বাংলাদেশ

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৭২ বার পঠিত

এশিয়া কাপের ফাইনাল খেলার আশা নিয়ে দেশ ছাড়লেও তা পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। সুপার ফোরে জয় পায়নি সাকিব আল হাসানের দল। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে গেছে টাইগাররা । ফাইনাল খেলার স্বপ্ন পূরণ না হলেও নিয়মরক্ষার ম্যাচে ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ।

গ্রুপপর্ব পেরিয়ে কোনোমতে সুপার ফোরে উঠলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজ ও বোলিংয়ে তাসকিন-হাসান মাহমুদরা ছাড়া বাকিরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এশিয়া কাপে আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিয়মরক্ষার ম্যাচে হট ফেবারিট ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারত এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশের জন্য এই ম্যাচে হারানোর তেমন কিছুই নেই।

তবে ভারতকে হারাতে পারলে বিশ্বকাপের আগে দলকে বাড়তি আত্নবিশ্বাস যোগাবে। যদিও এই ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে দেশেই আছেন মুশফিক। অন্যদিকে, ফাইনাল নিশ্চিত হওয়ায় ভারতও এই ম্যাচে তারকা ক্রিকেটারদের বিশ্রামে রাখতে পারে। ভারতকে বড় চ্যালেঞ্জ মানলেও শেষটা রাঙাতে চান অধিনায়ক সাকিব। ম্যাচের আগেরদিন গণমাধ্যমে তিনি বলেন,‘আমরা যদি ভারতের বিপক্ষে জিতে দেশে ফিরতি পারি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক হবে।

এই ম্যাচে আর অন্যকিছু চাই না, শুধু জিততেই চাই। পুরো ইন্ডিয়া টিমই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটা বলতে পারি ম্যাচটা সহজ হবে না। আমরা জেতার জন্যই খেলব।’ মুশফিক না থাকায় এই ম্যাচেও বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে অবধারিতভাবে। মুশফিকের বদলী হিসেবে একাদশে দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়কে। সুযোগ পেলে কতটা কাজে লাগাতে পারেন বিজয়, সেটাই এখন দেখার বিষয়।

ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশকে সমীহ করছে ভারতীয় দল। ম্যাচের আগের দিন এমনটাই জানিয়েছেন ভারতীয় বোলিং কোচ পরশ মাম্বরে। বাংলাদেশ দল প্রসঙ্গে তিনি বলেন,‘‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল।

আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।’ আগামীকাল বিকেল সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১৪সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

নিয়মরক্ষার ম্যাচ রাঙাতে চায় বাংলাদেশ

আপডেট সময় : ১০:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের ফাইনাল খেলার আশা নিয়ে দেশ ছাড়লেও তা পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। সুপার ফোরে জয় পায়নি সাকিব আল হাসানের দল। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে গেছে টাইগাররা । ফাইনাল খেলার স্বপ্ন পূরণ না হলেও নিয়মরক্ষার ম্যাচে ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ।

গ্রুপপর্ব পেরিয়ে কোনোমতে সুপার ফোরে উঠলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজ ও বোলিংয়ে তাসকিন-হাসান মাহমুদরা ছাড়া বাকিরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এশিয়া কাপে আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিয়মরক্ষার ম্যাচে হট ফেবারিট ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারত এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশের জন্য এই ম্যাচে হারানোর তেমন কিছুই নেই।

তবে ভারতকে হারাতে পারলে বিশ্বকাপের আগে দলকে বাড়তি আত্নবিশ্বাস যোগাবে। যদিও এই ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে দেশেই আছেন মুশফিক। অন্যদিকে, ফাইনাল নিশ্চিত হওয়ায় ভারতও এই ম্যাচে তারকা ক্রিকেটারদের বিশ্রামে রাখতে পারে। ভারতকে বড় চ্যালেঞ্জ মানলেও শেষটা রাঙাতে চান অধিনায়ক সাকিব। ম্যাচের আগেরদিন গণমাধ্যমে তিনি বলেন,‘আমরা যদি ভারতের বিপক্ষে জিতে দেশে ফিরতি পারি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক হবে।

এই ম্যাচে আর অন্যকিছু চাই না, শুধু জিততেই চাই। পুরো ইন্ডিয়া টিমই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটা বলতে পারি ম্যাচটা সহজ হবে না। আমরা জেতার জন্যই খেলব।’ মুশফিক না থাকায় এই ম্যাচেও বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে অবধারিতভাবে। মুশফিকের বদলী হিসেবে একাদশে দেখা যেতে পারে উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়কে। সুযোগ পেলে কতটা কাজে লাগাতে পারেন বিজয়, সেটাই এখন দেখার বিষয়।

ফাইনালে উঠতে না পারলেও বাংলাদেশকে সমীহ করছে ভারতীয় দল। ম্যাচের আগের দিন এমনটাই জানিয়েছেন ভারতীয় বোলিং কোচ পরশ মাম্বরে। বাংলাদেশ দল প্রসঙ্গে তিনি বলেন,‘‘আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। প্রত্যেক দলই চ্যালেঞ্জিং। এই গেমও ভিন্ন কিছু নয়। বাংলাদেশ ভালো একটি দল।

আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে যেকোনো দলের বিপক্ষেই, যথারীতি বাংলাদেশের বিপক্ষেও।’ আগামীকাল বিকেল সাড়ে ৩টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১৪সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box