ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

দেশে ২৬ লাখ মানুষ কর্মহীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১২ বার পঠিত

ঢাকা : সরকারি হিসাবে দেশে বেকারের সংখ্যা এখন ২৫ লাখ ৯০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক জরিপের তথ্যানুযায়ী জানুয়ারি থেকে মার্চ সময়ে আগের বছরেরও এই পরিমাণ বেকার দেশে ছিল। কিন্তু গড় হিসাবে ২০২৩ সাল শেষে বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। সেই হিসাবে বেকারের সংখ্যা এ বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে।

পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, জরিপকালীন সময়ে বিগত সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কোনো কাজ করেনি কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল এবং বিগত ৩০ দিনে বেতন, মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজছেন তাদের বেকার হিসাবে আনা হয়েছে। এছাড়া শ্রমশক্তির বাইরে বিশাল জনগোষ্ঠী আছে। তারা কর্মে নিয়োজিত নয়, তারা বেকার হিসেবেও বিবেচিত নয়।

বিবিএসের হিসাব অনুসারে, বর্তমানে বেকারের হার ৩ দশমিক ৫১ শতাংশ, যা ২০২৩ সালের গড় বেকারের হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ। এদিকে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, নারী বেকার কমেছে।

বিবিএস হিসাব অনুসারে, গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (মার্চ-জানুয়ারি) সময়ে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অন্যদিকে গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার নারী বেকার কমেছে। এখন নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার।

বিবিএসসের কর্মকর্তারা জানান, শহর ও পল্লি এলাকায় দেশব্যাপী ১২৮৪টি নির্বাচিত নমুনা এলাকায় সর্বমোট ৩০ হাজার ৮১৬টি খানায় ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এই ফলাফল তৈরি করা হয়েছে। বর্তমানে দেশের জনসংখ্যা ১৭ কোটি ২৯ লাখ। এর মধ্যে ১৫ ও এর ওপরে বয়সী কর্মক্ষম জনসংখ্যা ১২ কোটি ২০ লাখ ১০ হাজার।

জরিপ অনুযায়ী, শ্রমশক্তিতে রয়েছে মোট ৬ কোটি ৪ লাখ মানুষ। কিন্তু ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ছিল ৬ কোটি ১৩ লাখ মানুষ। অর্থাৎ শ্রমশক্তিতে জনসংখ্যা কমে গেছে। গত বছর প্রথম প্রান্তিতে (জানুয়ারি-মার্চ) ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ ছিল ২ কোটি ৭৩ লাখ। এ বছর প্রথম প্রান্তিকে এই সংখ্যা কমে হয়েছে ২ কোটি ৫৯ লাখ।

বিবিএস বলছে, শ্রমশক্তিতে এখন ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ আছেন। তাদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা শ্রমশক্তির বাইরে। তারা মূলত কোনো কাজ খুঁজে না। এছাড়াও রয়েছেন শিক্ষার্থী, বয়স্ক নারী-পুরুষ, কাজ করতে অক্ষম ব্যক্তি, অবসরপ্রাপ্ত ব্যক্তি।

Facebook Comments Box
ট্যাগস :

দেশে ২৬ লাখ মানুষ কর্মহীন

আপডেট সময় : ১২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

ঢাকা : সরকারি হিসাবে দেশে বেকারের সংখ্যা এখন ২৫ লাখ ৯০ হাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক জরিপের তথ্যানুযায়ী জানুয়ারি থেকে মার্চ সময়ে আগের বছরেরও এই পরিমাণ বেকার দেশে ছিল। কিন্তু গড় হিসাবে ২০২৩ সাল শেষে বেকারের সংখ্যা ছিল ২৪ লাখ ৭০ হাজার। সেই হিসাবে বেকারের সংখ্যা এ বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে।

পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, জরিপকালীন সময়ে বিগত সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কোনো কাজ করেনি কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিল এবং বিগত ৩০ দিনে বেতন, মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজছেন তাদের বেকার হিসাবে আনা হয়েছে। এছাড়া শ্রমশক্তির বাইরে বিশাল জনগোষ্ঠী আছে। তারা কর্মে নিয়োজিত নয়, তারা বেকার হিসেবেও বিবেচিত নয়।

বিবিএসের হিসাব অনুসারে, বর্তমানে বেকারের হার ৩ দশমিক ৫১ শতাংশ, যা ২০২৩ সালের গড় বেকারের হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ। এদিকে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, নারী বেকার কমেছে।

বিবিএস হিসাব অনুসারে, গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (মার্চ-জানুয়ারি) সময়ে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অন্যদিকে গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার নারী বেকার কমেছে। এখন নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার।

বিবিএসসের কর্মকর্তারা জানান, শহর ও পল্লি এলাকায় দেশব্যাপী ১২৮৪টি নির্বাচিত নমুনা এলাকায় সর্বমোট ৩০ হাজার ৮১৬টি খানায় ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করে এই ফলাফল তৈরি করা হয়েছে। বর্তমানে দেশের জনসংখ্যা ১৭ কোটি ২৯ লাখ। এর মধ্যে ১৫ ও এর ওপরে বয়সী কর্মক্ষম জনসংখ্যা ১২ কোটি ২০ লাখ ১০ হাজার।

জরিপ অনুযায়ী, শ্রমশক্তিতে রয়েছে মোট ৬ কোটি ৪ লাখ মানুষ। কিন্তু ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ছিল ৬ কোটি ১৩ লাখ মানুষ। অর্থাৎ শ্রমশক্তিতে জনসংখ্যা কমে গেছে। গত বছর প্রথম প্রান্তিতে (জানুয়ারি-মার্চ) ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ ছিল ২ কোটি ৭৩ লাখ। এ বছর প্রথম প্রান্তিকে এই সংখ্যা কমে হয়েছে ২ কোটি ৫৯ লাখ।

বিবিএস বলছে, শ্রমশক্তিতে এখন ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ আছেন। তাদের মধ্যে ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার লোক কর্মে নিয়োজিত। বাকিরা শ্রমশক্তির বাইরে। তারা মূলত কোনো কাজ খুঁজে না। এছাড়াও রয়েছেন শিক্ষার্থী, বয়স্ক নারী-পুরুষ, কাজ করতে অক্ষম ব্যক্তি, অবসরপ্রাপ্ত ব্যক্তি।

Facebook Comments Box