ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সিরাজগঞ্জে মুখোমুখি দুই ট্রেন: তদন্তে কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৭ বার পঠিত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এক লেনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতুর দুটি ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ সোমবারের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দেয়ার জন্য বলেছে। চার সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে।
এছাড়াও কমিটিতে রয়েছেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা।
শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে সিগন্যালের ভুলের কারণে দুই ট্রেন মুখোমুখি চলে আসে। চালকের দক্ষতায় এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনার ঘটেনি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানিয়েছেন, দুটি প্লাটফর্ম নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটির কাজ শেষ হলেও অপরটির কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিগন্যালিং পদ্ধতি ভেঙে ম্যানুয়াল পদ্ধতি চালু করেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে আসলে এর কিছুক্ষণ পরেই রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসও চলে আসে। ওই ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশের কথা। কিন্তু অদক্ষ লাইনম্যানদের ভুলের কারণে ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে ঢুকে পড়ে।
বিষয়টি চালক দূর থেকে লক্ষ্য করে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন ও এর হাজারখানেক যাত্রী।
তদন্ত রিপোর্ট পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Facebook Comments Box
ট্যাগস :

সিরাজগঞ্জে মুখোমুখি দুই ট্রেন: তদন্তে কমিটি গঠন

আপডেট সময় : ০৬:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এক লেনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতুর দুটি ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ সোমবারের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দেয়ার জন্য বলেছে। চার সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে।
এছাড়াও কমিটিতে রয়েছেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা।
শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে সিগন্যালের ভুলের কারণে দুই ট্রেন মুখোমুখি চলে আসে। চালকের দক্ষতায় এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনার ঘটেনি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানিয়েছেন, দুটি প্লাটফর্ম নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটির কাজ শেষ হলেও অপরটির কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিগন্যালিং পদ্ধতি ভেঙে ম্যানুয়াল পদ্ধতি চালু করেছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে আসলে এর কিছুক্ষণ পরেই রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসও চলে আসে। ওই ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশের কথা। কিন্তু অদক্ষ লাইনম্যানদের ভুলের কারণে ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে ঢুকে পড়ে।
বিষয়টি চালক দূর থেকে লক্ষ্য করে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন ও এর হাজারখানেক যাত্রী।
তদন্ত রিপোর্ট পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Facebook Comments Box