সাঁথিয়া প্রেসক্লাবে অনুদান দিলেন কেন্দ্রীয় যুবদল নেতা
- আপডেট সময় : ০১:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৬৩ বার পঠিত
সাঁথিয়া প্রেস ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার একটি চেক অনুদান হিসেবে দিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক। সোমবার সন্ধ্যায় সাঁথিয়া প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে নববর্ষের শুভেচ্ছা জানানোর পর তিনি সাংবাদিকদের হাতে এ চেক তুলে দেন।
অনুদান প্রদান পূর্ববতি আলোচনা সভায় প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই এর সঞ্চালনায় বক্তব্য দেন পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে, উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস হোসেন বিল্পব, বিএনপি নেতা আবুল কালাম,মাহবুবে হাসান টিটো, সাংবাদিক রতন দাস, মীর নজমুল বারি নাহিদ,আবুল আবুল কাশেম,ফারুক হেসেন,মনসুর আলম খোকন, খালেকুজ্জান পান্নু, লুৎফর রহমান ,এম সুলভ প্রমুখ।
এ সময় যুবদল নেতা বলেন,সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিকদের কাজের গতিবৃদ্ধির জন্য একটি সুন্দর পরিবেশ প্রয়োজন। এই অনুভূতি থেকে ব্যাক্তিগতভাবে এ সহযোগীতা প্রেসক্লাবের জন্য। সাঁথিয়ার গণমাধ্যমকে আরো দায়িত্বশীলতার সাথে সমাজের কাজ করার আহবান জানান তিনি।