ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) যাত্রা শুরু Logo দাম নিয়ন্ত্রণে ট্রেনে সবজি পরিবহন Logo আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি কর্নেল অলির Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা?

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে সহায়তা করবে ভারত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৭ বার পঠিত

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারত সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারত সহযোগিতা করেছে বলে জানান তিনি।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠক শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হাছান মাহমুদ। সোমবার (২৫ মার্চ) দুপুরে, রাজধানী ঢাকার একটি হোটেলে এ বৈঠক হয়।

ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতে চায়; আর, ভারতের মধ্য দিয়ে বিদ্যুৎ আনতে ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন বলে জানান হাছান মাহমুদ।

জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভুটানের রাজার এই সফরে চুক্তি হচ্ছে না বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন যে ভারত যেভাবে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে সহায়তা করেছে, ভুটান থেকে আমদানির ক্ষেত্রেও ভারত একই ভাবে সহায়তা করবে।

“মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের আগেই ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটানের রাজার সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে;” জানান হাছান মাহমুদ।

তিনি জানান, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে, ভুটানকে বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল ইনিশিয়েটিভ) -এ যোগদানের জন্য এবং এয়ার-কানেক্টিভিটি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

“ঢাকা-থিম্পু পথে এখন সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট আছে। এটি বাড়ানো প্রয়োজন, কারণ ভুটান অত্যন্ত সুন্দর দেশ। আমি কয়েকবার গেছি, বর্তমান রাজার বিয়ে উৎসবেও যোগ দিয়েছি। গত বছর তিনি বাংলাদেশের ওপর দিয়ে অন্য দেশে যাওয়ার সময় যাত্রাবিরতিতে আমি তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলাম;” উল্লেখ করেন হাছান মাহমুদ।

মানুষ যাতে সড়ক পথে গাড়ি নিয়ে যেতে পারে, সে নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ভুটানকে জায়গা দেয়া হবে, সে বিষয় আলোচনায় স্থান পেয়েছে।

উল্লেখ্য, ভুটানের রাজা ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এছাড়া, সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি পুনর্নবায়ন করা হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে সহায়তা করবে ভারত

আপডেট সময় : ০৫:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারত সহায়তা করবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারত সহযোগিতা করেছে বলে জানান তিনি।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠক শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হাছান মাহমুদ। সোমবার (২৫ মার্চ) দুপুরে, রাজধানী ঢাকার একটি হোটেলে এ বৈঠক হয়।

ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতে চায়; আর, ভারতের মধ্য দিয়ে বিদ্যুৎ আনতে ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন বলে জানান হাছান মাহমুদ।

জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভুটানের রাজার এই সফরে চুক্তি হচ্ছে না বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন যে ভারত যেভাবে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে সহায়তা করেছে, ভুটান থেকে আমদানির ক্ষেত্রেও ভারত একই ভাবে সহায়তা করবে।

“মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের আগেই ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটানের রাজার সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে;” জানান হাছান মাহমুদ।

তিনি জানান, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে, ভুটানকে বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল ইনিশিয়েটিভ) -এ যোগদানের জন্য এবং এয়ার-কানেক্টিভিটি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

“ঢাকা-থিম্পু পথে এখন সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট আছে। এটি বাড়ানো প্রয়োজন, কারণ ভুটান অত্যন্ত সুন্দর দেশ। আমি কয়েকবার গেছি, বর্তমান রাজার বিয়ে উৎসবেও যোগ দিয়েছি। গত বছর তিনি বাংলাদেশের ওপর দিয়ে অন্য দেশে যাওয়ার সময় যাত্রাবিরতিতে আমি তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলাম;” উল্লেখ করেন হাছান মাহমুদ।

মানুষ যাতে সড়ক পথে গাড়ি নিয়ে যেতে পারে, সে নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ভুটানকে জায়গা দেয়া হবে, সে বিষয় আলোচনায় স্থান পেয়েছে।

উল্লেখ্য, ভুটানের রাজা ওয়াংচুকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এছাড়া, সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি পুনর্নবায়ন করা হয়েছে।

Facebook Comments Box