ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আওয়ামী লীগের লোকজনই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত: বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ৭৪ বার পঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকেই দুষলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজনই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত। আর বাজারে গিয়ে এর খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। এদিকে নিত্য পণ্যের দামের জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার রাজধানীতে আলাদা দু’টি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।

দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি নেতারা কেবল জেলখানা থেকে বের হচ্ছেন। এখনও শত শত নেতাকর্মী কারাগারে। আর সিন্ডিকেটের মতো এমন প্রভাবশালী চক্র সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না। এটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী এর প্রমাণ। কারণ একটা পৃষ্ঠপোষকতা লাগে। ক্ষমতার একটা ছায়া লাগে।

আওয়ামী লীগের লোকজনই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত অভিযোগ করে তিনি আরও বলেন, ধুম্রজাল সৃষ্টি করে কোনো লাভ হবে না।

এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মামুন আহমেদ, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এদিকে নিত্য পণ্যের দামে দেশের মানুষ আজ অসহায় উল্লেখ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এর জন্য সরকারকে দায়ী করেছেন।

শুক্রবার ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, সাধারণ মানুষ আজ কিছু খেতে পারছে না। কিন্তু সরকার মানুষের কথা চিন্তাই করছে না। শুধু উন্নয়নের কথা বলে, জনগণের সঙ্গে মজা নেয় ক্ষমতাসীনরা। লোনের টাকা পরিশোধ করতে জনগণের ওপর সবকিছুতে কর বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতে দেশে বাকশাল কায়েম করতে পারবে না আওয়ামী লীগ। স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের মানুষ স্বাধীন নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Facebook Comments Box
ট্যাগস :

আওয়ামী লীগের লোকজনই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত: বিএনপি

আপডেট সময় : ১১:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকেই দুষলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজনই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত। আর বাজারে গিয়ে এর খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। এদিকে নিত্য পণ্যের দামের জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার রাজধানীতে আলাদা দু’টি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।

দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি নেতারা কেবল জেলখানা থেকে বের হচ্ছেন। এখনও শত শত নেতাকর্মী কারাগারে। আর সিন্ডিকেটের মতো এমন প্রভাবশালী চক্র সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া হয় না। এটা শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী এর প্রমাণ। কারণ একটা পৃষ্ঠপোষকতা লাগে। ক্ষমতার একটা ছায়া লাগে।

আওয়ামী লীগের লোকজনই বাজার সিন্ডিকেটের সাথে জড়িত অভিযোগ করে তিনি আরও বলেন, ধুম্রজাল সৃষ্টি করে কোনো লাভ হবে না।

এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মামুন আহমেদ, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এদিকে নিত্য পণ্যের দামে দেশের মানুষ আজ অসহায় উল্লেখ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এর জন্য সরকারকে দায়ী করেছেন।

শুক্রবার ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, সাধারণ মানুষ আজ কিছু খেতে পারছে না। কিন্তু সরকার মানুষের কথা চিন্তাই করছে না। শুধু উন্নয়নের কথা বলে, জনগণের সঙ্গে মজা নেয় ক্ষমতাসীনরা। লোনের টাকা পরিশোধ করতে জনগণের ওপর সবকিছুতে কর বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপির একজন নেতাকর্মী বেঁচে থাকতে দেশে বাকশাল কায়েম করতে পারবে না আওয়ামী লীগ। স্বাধীনতার ৫২ বছর পরেও দেশের মানুষ স্বাধীন নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Facebook Comments Box