ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এবার আবাসিক ভবনে থাকতে পারবেন হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১৬ বার পঠিত

হজযাত্রীদের আবাসন সুবিধা বাড়ানোর ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এখন থেকে মক্কার বিভিন্ন বাসা-বাড়ি ভাড়া নিতে পারবেন হজ করতে যাওয়া বিভিন্ন দেশের মুসল্লিরা। সেখানে এমন সুবিধা আগে ছিলো না। হাজিদের আবাসন নিশ্চিত করতে প্রায় দুই হাজার ভবনের লাইসেন্স দেয়া হয়েছে।

দুবাইভিক্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হাজিদের যাবতীয় প্রক্রিয়া সহজ করার নানাবিধ পদক্ষেপের হিসাবে আবাসন সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। নতুন পদক্ষেপের ফল, যেসব আবাসনকে লাইসেন্স দেয়া হয়েছে, সেখানে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন।

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেয়া হবে। পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের থাকার জন্য লাইসেন্স পাওয়া ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে আরও বেশি সংখ্যক হজযাত্রী বাসা-বাড়িতে থাকার সুযোগ পাবে।

আগামী জুনে অনুষ্ঠিতব্য হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশেপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ একথা জানিয়েছেন।

এ বছর হজযাত্রীদের জন্য শুক্রবার থেকে ভিসা দেয়া শুরু হয়েছে। যা ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছর ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজযাত্রীরা। গেলো বছর করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যক ২০ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করেন।

Facebook Comments Box
ট্যাগস :

এবার আবাসিক ভবনে থাকতে পারবেন হজযাত্রীরা

আপডেট সময় : ০৮:১৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

হজযাত্রীদের আবাসন সুবিধা বাড়ানোর ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এখন থেকে মক্কার বিভিন্ন বাসা-বাড়ি ভাড়া নিতে পারবেন হজ করতে যাওয়া বিভিন্ন দেশের মুসল্লিরা। সেখানে এমন সুবিধা আগে ছিলো না। হাজিদের আবাসন নিশ্চিত করতে প্রায় দুই হাজার ভবনের লাইসেন্স দেয়া হয়েছে।

দুবাইভিক্তিক গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হাজিদের যাবতীয় প্রক্রিয়া সহজ করার নানাবিধ পদক্ষেপের হিসাবে আবাসন সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। নতুন পদক্ষেপের ফল, যেসব আবাসনকে লাইসেন্স দেয়া হয়েছে, সেখানে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন।

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেয়া হবে। পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের থাকার জন্য লাইসেন্স পাওয়া ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে আরও বেশি সংখ্যক হজযাত্রী বাসা-বাড়িতে থাকার সুযোগ পাবে।

আগামী জুনে অনুষ্ঠিতব্য হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশেপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ একথা জানিয়েছেন।

এ বছর হজযাত্রীদের জন্য শুক্রবার থেকে ভিসা দেয়া শুরু হয়েছে। যা ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছর ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজযাত্রীরা। গেলো বছর করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যক ২০ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করেন।

Facebook Comments Box