ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যে কোনো সময় আমার জামিন বাতিল হতে পারে: সিএনএনকে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৯১ বার পঠিত

ড. মুহাম্মদ ইউনূস

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো সময় আমার জামিন বাতিল হতে পারে। আমার সঙ্গে আরও যারা অভিযুক্ত হয়েছেন তাদের সবাইকে জেলে নেয়া হতে পারে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি এরই মধ্যে সাজাপ্রাপ্ত। মার্চের ৩ তারিখে দুর্নীতি দমন কমিশনের করা নতুন একটি মামলার-যেখানে আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে মানি লন্ডারিং ও আরও বেশকিছু ইস্যুতে-কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা যদি পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, তাহলে ওই মামলায় আরও দীর্ঘ সময়ের কারাদণ্ডও দিতে পারে। আমরা জানি না এগুলো কবে শেষ হবে।
অভিযোগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি শুধু নাকচ (অভিযোগ) করেছি তা নয়। এ নিয়ে দেশের ও দেশের বাইরের যেসব আইনজীবীর সঙ্গেই আলোচনা করেছি, তারা সবাই সম্মত হয়েছে যে এসব মামলার কোনো ভিত্তি নেই এবং তারা এ ধরনের কোনো মামলা এর আগে দেখেননি ও পরিচালনা করেননি। এটা এক ধরনের হয়রানি। এটা নিশ্চিত করা যে আমি বা আমরা এই বার্তা পাচ্ছি যে আমাদেরকে ভালোভাবে নেয়া হচ্ছে না।
শেখ হাসিনা কী মনে করছেন যে আপনি তার ক্ষমতার জন্য হুমকি? সিএনএন- এর এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি জানি না তিনি কী মনে করেন। কিন্তু আমি রাজনীতির মাঠে নেই, আমি রাজনীতির সঙ্গে জড়িত এমন কোনো তথ্যও নেই। একবার আমি সরকার প্রধান হওয়ার আমন্ত্রণ পেয়েছিলাম। তবে সেটি প্রত্যাখ্যান করেছি। রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই। আমি অনেকবার এসব কথা বলেছি এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই।
Facebook Comments Box
ট্যাগস :

যে কোনো সময় আমার জামিন বাতিল হতে পারে: সিএনএনকে ড. ইউনূস

আপডেট সময় : ০৭:৪২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো সময় আমার জামিন বাতিল হতে পারে। আমার সঙ্গে আরও যারা অভিযুক্ত হয়েছেন তাদের সবাইকে জেলে নেয়া হতে পারে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি এরই মধ্যে সাজাপ্রাপ্ত। মার্চের ৩ তারিখে দুর্নীতি দমন কমিশনের করা নতুন একটি মামলার-যেখানে আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে মানি লন্ডারিং ও আরও বেশকিছু ইস্যুতে-কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা যদি পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, তাহলে ওই মামলায় আরও দীর্ঘ সময়ের কারাদণ্ডও দিতে পারে। আমরা জানি না এগুলো কবে শেষ হবে।
অভিযোগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি শুধু নাকচ (অভিযোগ) করেছি তা নয়। এ নিয়ে দেশের ও দেশের বাইরের যেসব আইনজীবীর সঙ্গেই আলোচনা করেছি, তারা সবাই সম্মত হয়েছে যে এসব মামলার কোনো ভিত্তি নেই এবং তারা এ ধরনের কোনো মামলা এর আগে দেখেননি ও পরিচালনা করেননি। এটা এক ধরনের হয়রানি। এটা নিশ্চিত করা যে আমি বা আমরা এই বার্তা পাচ্ছি যে আমাদেরকে ভালোভাবে নেয়া হচ্ছে না।
শেখ হাসিনা কী মনে করছেন যে আপনি তার ক্ষমতার জন্য হুমকি? সিএনএন- এর এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি জানি না তিনি কী মনে করেন। কিন্তু আমি রাজনীতির মাঠে নেই, আমি রাজনীতির সঙ্গে জড়িত এমন কোনো তথ্যও নেই। একবার আমি সরকার প্রধান হওয়ার আমন্ত্রণ পেয়েছিলাম। তবে সেটি প্রত্যাখ্যান করেছি। রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই। আমি অনেকবার এসব কথা বলেছি এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই।
Facebook Comments Box