ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

বন্ধ হচ্ছেনা চাল নিয়ে চালবাজি, প্রতি বস্তায় বেড়েছে ৪শ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ১৯ বার পঠিত

আমন মৌসুম শেষ হওয়ার পরপরই, চালের দামে অস্থিরতা

বাজারে চাল-ডাল-তেল এবং মাছ-মাংস-সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যেনো ছুটেই চলেছে। লাগাম টানতে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নির্দেশনার প্রতিফলন বাজারে, প্রভাব ফেলতে পারেনি অভিযোগ ক্রেতাদের।

আমন মৌসুম শেষ হওয়ার পরপরই, চালের দামে অস্থিরতা হতবাক করেছে পাইকারি ও খুচরা বিক্রেতাদেরও। গত এক সপ্তাহ ধরে চড়া সব ধরনের চালের বাজার। দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে দাম বেড়েই চলেছে। মিনিকেটের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা এবং বস্তায় চারশো টাকা পর্যন্ত। অন্যান্য চালে প্রকারভেদে বেড়েছে বস্তায় দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত। রাজধানীর চাল ব্যবসায়ীরা এজন্য মিলার এবং সিন্ডিকেটকে দায়ী করছেন।

এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন বাজার মনিটরিং এ ব্যস্ত আছে খাদ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদেরই একটি টিম আসার পর চিত্র পাল্টে যায় কারওয়ান বাজারের চালের বাজারের। দোকানিরা গদি ছেড়ে কেটে পড়েন। খাদ্যমন্ত্রণালয়ের উপ সচিব কূল প্রদীপ চাকমা বলছেন, ব্যবসায়ীদের ওয়াদা অনুযায়ী দাম কমাতে সময় দিতে চান তারা।

এদিকে, রমজানকে সামনে রেখে বেড়েছে ছোলা এবং ডালের দামও। প্রতি কেজি ছোলা ১১০ থেকে ১২০ টাকা এবং দেশি মশুরডাল ও চিনি  বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে। ভোজ্যতেলের দামেও সস্তি নেই। বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়।

একই ভাবে বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি এবং মাংসের দামও। নির্ধারিত ৬৫০ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। এদিকে ভরা মৌসুমেও মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তের নাগালে আসেনি সবজির দাম ।

Facebook Comments Box
ট্যাগস :

বন্ধ হচ্ছেনা চাল নিয়ে চালবাজি, প্রতি বস্তায় বেড়েছে ৪শ টাকা

আপডেট সময় : ১১:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

বাজারে চাল-ডাল-তেল এবং মাছ-মাংস-সব্জিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া যেনো ছুটেই চলেছে। লাগাম টানতে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নির্দেশনার প্রতিফলন বাজারে, প্রভাব ফেলতে পারেনি অভিযোগ ক্রেতাদের।

আমন মৌসুম শেষ হওয়ার পরপরই, চালের দামে অস্থিরতা হতবাক করেছে পাইকারি ও খুচরা বিক্রেতাদেরও। গত এক সপ্তাহ ধরে চড়া সব ধরনের চালের বাজার। দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে দাম বেড়েই চলেছে। মিনিকেটের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা এবং বস্তায় চারশো টাকা পর্যন্ত। অন্যান্য চালে প্রকারভেদে বেড়েছে বস্তায় দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত। রাজধানীর চাল ব্যবসায়ীরা এজন্য মিলার এবং সিন্ডিকেটকে দায়ী করছেন।

এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন বাজার মনিটরিং এ ব্যস্ত আছে খাদ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদেরই একটি টিম আসার পর চিত্র পাল্টে যায় কারওয়ান বাজারের চালের বাজারের। দোকানিরা গদি ছেড়ে কেটে পড়েন। খাদ্যমন্ত্রণালয়ের উপ সচিব কূল প্রদীপ চাকমা বলছেন, ব্যবসায়ীদের ওয়াদা অনুযায়ী দাম কমাতে সময় দিতে চান তারা।

এদিকে, রমজানকে সামনে রেখে বেড়েছে ছোলা এবং ডালের দামও। প্রতি কেজি ছোলা ১১০ থেকে ১২০ টাকা এবং দেশি মশুরডাল ও চিনি  বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে। ভোজ্যতেলের দামেও সস্তি নেই। বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়।

একই ভাবে বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি এবং মাংসের দামও। নির্ধারিত ৬৫০ টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। এদিকে ভরা মৌসুমেও মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তের নাগালে আসেনি সবজির দাম ।

Facebook Comments Box