ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০ Logo সোনারগাঁয়ে ২৫কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ আটক-৩ Logo চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণের সূচি প্রকাশ Logo শেষ দুই টেস্টও খেলা হচ্ছে না শামির Logo বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন Logo বিয়ের পরিকল্পনা নেই! তবে বাবা হওয়ার ইচ্ছে রয়েছে! সন্তান প্রসঙ্গে কী মত সলমনের? Logo মস্কোয় অতিষ্ঠ! সিরিয়ার পলাতক প্রেসিডেন্টের থেকে ‘মুক্তি’ চাইছেন স্ত্রী, ফিরে যেতে চান ব্রিটেনে Logo ‘বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ ২০০ কোটি রুপি পাওনা রয়েছে ত্রিপুরা’ Logo নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত Logo শেখ পরিবারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের তদন্ত নিয়ে যা জানা যাচ্ছে

পুলিশকে হুমকি, চট্টগ্রাম-১৬ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ৫৫ বার পঠিত

আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী

চট্টগ্রাম-১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

এর আগে সোয়া তিনটার দিকে সংবাদ সম্মেলনে সচিব জানান, এ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে এবং ১৫ জন ব্যক্তি জাল ভোট বা জাল ভোটে সহায়তা করার কারণে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। যার ভেতরে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং অফিসার আছে এবং যারা জাল ভোট দিতে গেছেন তারা রয়েছেন।

ইসি সচিব বলেন, অঞ্চলভিত্তিক যে তথ্য আমরা পেয়েছি তাতে গড় ভোট পড়েছে ৩টা পর্যন্ত ২৬. ৩৭ শতাংশ। এখন যেহেতু সময় বেড়েছে তাতে আমরা ২৭ প্লাস বলতে পারি। এরমধ্যে দুয়েকটা উপজেলার কেন্দ্রের তথ্য হালনাগাদ নাও হতে পারে। যার কারণে এই সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ছোটখাট ৩০-৩৫টি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও আমাদের পুলিশ অফিসারের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল ফোটানো হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি দুটো বিষয়ে; আমাদের দুইজন সহকারি প্রিজাইডিং অফিসার একজন গতরাতে হার্টঅ্যাটাকে মারা গেছেন এবং আজকে আরেকজন জামালপুরে হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

সাত কেন্দ্রের ভোট বাতিলের কারণ জানতে জানতে চাইলে ইসি সচিব সাংবাদিকদের বলেন, জাল ভোট পড়েছে বেশি পরিমাণে, ভাঙচুর হয়েছে।

কেন্দ্রভিক্তিক ফলাফল শিপটে আগে থেকেই স্বাক্ষর নিয়ে রাখার বিষয়টি নজরে আনলে তিনি বলেন, যদি এ রকম ঘটনা ঘটে থাকে তাহলে তাদেরকে রিটার্নিং বা সহকারি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করলে অবশ্যই প্রিজাইডিং অফিসার শাস্তির আওতায় আসবে।

বিভাগ অনুযায়ী তথ্য প্রকাশ করে ইসি সচিব বলেন, ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মসিংহে ২৯, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ এবং বরিশালে ৩১ শতাংশ।

নির্বাচন কমিশন কি শিল্পমন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন কারও ছেলে বা মেয়েকে বলে নাই। নির্বাচন কমিশন বলেছে যিনি দুষ্কৃতকারী, যিনি অপরাধ করবেন তাকে আইনের আওতায় নিয়ে আসবে। আমি যদি হই আমাকেও আইনের আওতায় নিয়ে আসবে।

নির্দিষ্ট কাউকে বলা হয়েছে? জানতে চাইলে ইসি সচিব বলেন, এটা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর যারা যেখানে দায়িত্বে আছেন, তাদেরকে বলা হয়েছে। তবে একটু আগে একজন প্রিজাইডিং অফিসার অ্যারেস্ট হয়েছেন। ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আমরা তো মনে করি এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ভোট এখন পর্যন্ত সুষ্ঠু, আপনারা যেটা চেয়েছেন সেটা কি হয়েছে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আশা করি বাদ মাগরিবের পর থেকে ফলাফল দেওয়া শুরু করতে পারব।

সচিব বলেন, আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় মাননীয় কমিশন সর্বসম্মতিক্রমে ৩টা ৪৫ মিনিটে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

 

Facebook Comments Box
ট্যাগস :

পুলিশকে হুমকি, চট্টগ্রাম-১৬ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

আপডেট সময় : ০৪:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

চট্টগ্রাম-১৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৭ জানুয়ারি) বিকেল চারটার দিকে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

এর আগে সোয়া তিনটার দিকে সংবাদ সম্মেলনে সচিব জানান, এ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে এবং ১৫ জন ব্যক্তি জাল ভোট বা জাল ভোটে সহায়তা করার কারণে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। যার ভেতরে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং অফিসার আছে এবং যারা জাল ভোট দিতে গেছেন তারা রয়েছেন।

ইসি সচিব বলেন, অঞ্চলভিত্তিক যে তথ্য আমরা পেয়েছি তাতে গড় ভোট পড়েছে ৩টা পর্যন্ত ২৬. ৩৭ শতাংশ। এখন যেহেতু সময় বেড়েছে তাতে আমরা ২৭ প্লাস বলতে পারি। এরমধ্যে দুয়েকটা উপজেলার কেন্দ্রের তথ্য হালনাগাদ নাও হতে পারে। যার কারণে এই সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

ছোটখাট ৩০-৩৫টি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও আমাদের পুলিশ অফিসারের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল ফোটানো হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি দুটো বিষয়ে; আমাদের দুইজন সহকারি প্রিজাইডিং অফিসার একজন গতরাতে হার্টঅ্যাটাকে মারা গেছেন এবং আজকে আরেকজন জামালপুরে হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

সাত কেন্দ্রের ভোট বাতিলের কারণ জানতে জানতে চাইলে ইসি সচিব সাংবাদিকদের বলেন, জাল ভোট পড়েছে বেশি পরিমাণে, ভাঙচুর হয়েছে।

কেন্দ্রভিক্তিক ফলাফল শিপটে আগে থেকেই স্বাক্ষর নিয়ে রাখার বিষয়টি নজরে আনলে তিনি বলেন, যদি এ রকম ঘটনা ঘটে থাকে তাহলে তাদেরকে রিটার্নিং বা সহকারি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করলে অবশ্যই প্রিজাইডিং অফিসার শাস্তির আওতায় আসবে।

বিভাগ অনুযায়ী তথ্য প্রকাশ করে ইসি সচিব বলেন, ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মসিংহে ২৯, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ এবং বরিশালে ৩১ শতাংশ।

নির্বাচন কমিশন কি শিল্পমন্ত্রীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন কারও ছেলে বা মেয়েকে বলে নাই। নির্বাচন কমিশন বলেছে যিনি দুষ্কৃতকারী, যিনি অপরাধ করবেন তাকে আইনের আওতায় নিয়ে আসবে। আমি যদি হই আমাকেও আইনের আওতায় নিয়ে আসবে।

নির্দিষ্ট কাউকে বলা হয়েছে? জানতে চাইলে ইসি সচিব বলেন, এটা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর যারা যেখানে দায়িত্বে আছেন, তাদেরকে বলা হয়েছে। তবে একটু আগে একজন প্রিজাইডিং অফিসার অ্যারেস্ট হয়েছেন। ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আমরা তো মনে করি এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ভোট এখন পর্যন্ত সুষ্ঠু, আপনারা যেটা চেয়েছেন সেটা কি হয়েছে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আশা করি বাদ মাগরিবের পর থেকে ফলাফল দেওয়া শুরু করতে পারব।

সচিব বলেন, আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় মাননীয় কমিশন সর্বসম্মতিক্রমে ৩টা ৪৫ মিনিটে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

 

Facebook Comments Box