ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হারলো বাংলাদেশ

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৩৪ বার পঠিত

টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হারলো বাংলাদেশ

মাউন্ট মঙ্গানুই-তে, সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে (ডি/এল পদ্ধতিতে) হারলো বাংলাদেশ।

এর আগে, নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশজয় লাভ করে। তবে, মাউন্ট মঙ্গানুই-তে দ্বিতীয় ম্যাচ শেষ হয় কোনো ফল ছাড়াই।

শেষ ম্যাচে, প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১৯ ওভার ২ বলে ১১০ রানে গুটিয়ে যায় তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ১৭ রান এবং তৌহিদ হৃদয় ১৬ রান করেন।

দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের কারণে সৃষ্ট পতনমুখী অবস্থা থেকে তুলে আনতে প্রয়োজনীয় স্কোর করতে পারেননি শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার চার ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া, টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স ২টি করে উইকেট নেন।

এর পর, ১৪ ওভার ৪ বলে ৯৫ রানের সংশোধিত লক্ষ্য অর্জন করতে নামে নিউজিল্যান্ড। তারা, ১৭ রানে (ডি/এল পদ্ধতিতে) জয় নিশ্চিত করে ৯৫/৫ এ পৌঁছে যায়।

স্বাগতিকদের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফিন অ্যালেন। তিনি ৩৮ রান সংগ্রহ করেন; আর, জেমস নিশাম করেন ২৮ রান।

শরিফুল ইসলাম ৬ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন; প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন তিনি।

আগামী ২ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।
Facebook Comments Box
ট্যাগস :

টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হারলো বাংলাদেশ

আপডেট সময় : ১১:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

মাউন্ট মঙ্গানুই-তে, সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে (ডি/এল পদ্ধতিতে) হারলো বাংলাদেশ।

এর আগে, নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশজয় লাভ করে। তবে, মাউন্ট মঙ্গানুই-তে দ্বিতীয় ম্যাচ শেষ হয় কোনো ফল ছাড়াই।

শেষ ম্যাচে, প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১৯ ওভার ২ বলে ১১০ রানে গুটিয়ে যায় তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ১৭ রান এবং তৌহিদ হৃদয় ১৬ রান করেন।

দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের কারণে সৃষ্ট পতনমুখী অবস্থা থেকে তুলে আনতে প্রয়োজনীয় স্কোর করতে পারেননি শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার চার ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া, টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স ২টি করে উইকেট নেন।

এর পর, ১৪ ওভার ৪ বলে ৯৫ রানের সংশোধিত লক্ষ্য অর্জন করতে নামে নিউজিল্যান্ড। তারা, ১৭ রানে (ডি/এল পদ্ধতিতে) জয় নিশ্চিত করে ৯৫/৫ এ পৌঁছে যায়।

স্বাগতিকদের স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফিন অ্যালেন। তিনি ৩৮ রান সংগ্রহ করেন; আর, জেমস নিশাম করেন ২৮ রান।

শরিফুল ইসলাম ৬ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন; প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন তিনি।

আগামী ২ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।
Facebook Comments Box