ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘নৌকায় ভোট দিতে অস্বীকৃতি, ভোটারকে চড়

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৬৭ বার পঠিত

নৌকা প্রতীকে ভোট দিতে অস্বীকৃতি জানানোর কারণে উমেদ আলী নামের এক ভোটারকে চড় মারার অভিযোগ উঠেছে

নৌকা প্রতীকে ভোট দিতে অস্বীকৃতি জানানোর কারণে উমেদ আলী (৫০) নামের এক ভোটারকে চড় মারার অভিযোগ উঠেছে রাজশাহী-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজার বিরুদ্ধে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর বাজারে এ ঘটনা ঘটে। গণসংযোগ চলাকালে আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা। উমেদ আলী একই এলাকার নামোদরখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলেন জানান।

 

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা আজ দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামপুর বাজারে গণসংযোগ করছিলেন। এ সময় পানের আড়তের কাছে উমেদ আলী নামে ওই ব্যক্তির কাছে নৌকা প্রতীকে ভোট চান দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। কিন্তু নৌকা প্রতীকে ভোট দিতে অস্বীকৃতি জানালে উমেদ আলীকে চড় মারেন সুজা।

 

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সুজা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিব্রত হয়ে আব্দুল ওয়াদুদ দারাও কিছুক্ষণ পর নেতাকর্মীদের নিয়ে চলে যান।

 

উমেদ আলী গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, আব্দুল ওয়াদুদ দারার ছোট ভাই আবু হানিফ সুজা তার কাছে নৌকা প্রতীকে ভোট চান। তিনি ভোট দিতে অস্বীকৃতি জানালে সঙ্গে সঙ্গে তার দুই গালে চড় মারেন সুজা।

 

তবে আবু হানিফ সুজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, উমেদ আলী বিএনপি কর্মী। আওয়ামী লীগকে নিয়ে বিদ্রুপ করায় কেউ তাকে চড় মেরেছে। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।

 

দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
ট্যাগস :

‘নৌকায় ভোট দিতে অস্বীকৃতি, ভোটারকে চড়

আপডেট সময় : ০৮:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

নৌকা প্রতীকে ভোট দিতে অস্বীকৃতি জানানোর কারণে উমেদ আলী (৫০) নামের এক ভোটারকে চড় মারার অভিযোগ উঠেছে রাজশাহী-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজার বিরুদ্ধে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর বাজারে এ ঘটনা ঘটে। গণসংযোগ চলাকালে আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা। উমেদ আলী একই এলাকার নামোদরখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলেন জানান।

 

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা আজ দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামপুর বাজারে গণসংযোগ করছিলেন। এ সময় পানের আড়তের কাছে উমেদ আলী নামে ওই ব্যক্তির কাছে নৌকা প্রতীকে ভোট চান দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। কিন্তু নৌকা প্রতীকে ভোট দিতে অস্বীকৃতি জানালে উমেদ আলীকে চড় মারেন সুজা।

 

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সুজা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিব্রত হয়ে আব্দুল ওয়াদুদ দারাও কিছুক্ষণ পর নেতাকর্মীদের নিয়ে চলে যান।

 

উমেদ আলী গণমাধ্যমের কাছে অভিযোগ করে জানান, আব্দুল ওয়াদুদ দারার ছোট ভাই আবু হানিফ সুজা তার কাছে নৌকা প্রতীকে ভোট চান। তিনি ভোট দিতে অস্বীকৃতি জানালে সঙ্গে সঙ্গে তার দুই গালে চড় মারেন সুজা।

 

তবে আবু হানিফ সুজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, উমেদ আলী বিএনপি কর্মী। আওয়ামী লীগকে নিয়ে বিদ্রুপ করায় কেউ তাকে চড় মেরেছে। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।

 

দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box