ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আদালত প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৩৯ বার পঠিত

অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করা হয়

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডে রাজধানীর পল্টন থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে তাকে হাজির করা হয়। এ সময় আদালতের হাজত খানায় তাদের রাখা হয়েছে। এদিকে আসামি সারওয়ার্দীকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর। এ বিষয়ে শুনানির জন্য আদালত সময় নির্ধারণ করেছেন। এর আগে গত ৩১ অক্টোবর সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ১ নভেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নথি থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপিনেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

আপডেট সময় : ০৫:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডে রাজধানীর পল্টন থানায় করা মামলায় অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে তাকে হাজির করা হয়। এ সময় আদালতের হাজত খানায় তাদের রাখা হয়েছে। এদিকে আসামি সারওয়ার্দীকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর। এ বিষয়ে শুনানির জন্য আদালত সময় নির্ধারণ করেছেন। এর আগে গত ৩১ অক্টোবর সাভার থেকে হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ১ নভেম্বর তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নথি থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপিনেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box