সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায়
- আপডেট সময় : ০৯:২৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৮ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;
সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায়।
পাবনা সাথিয়ায় সারাবেলার সংবাদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ প্রকাশের পর মাকে ঘরে তুলে নিল ছেলে।
শুক্রবার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও থানা পুলিশের উপস্থিতিতে বৃদ্ধাকে তার ছেলের হেফাজত দেয়া হয়।
জানাগেছে গত মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় বৃদ্ধা মাকে মেরে বাড়ি থেকে বের করে দেয় তার একমাত্র সন্তান শাহ আলম।
বৃদ্ধা মা তখন বাড়ির গেটের সামনে বসে শুধু চোখের পানি ঝড়াচ্ছিল। চিৎকার করে বলছিল কেউ আমাকে আমার স্বামীর ঘরে দিয়ে আসো রে। এ ঘটনায় ওই বৃদ্ধার মেয়ে বাদী হয়ে সাঁথিয়া থানা পুলিশ ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করে। এনিয়ে বহুল প্রচারিত সারাবেলার সংবাদ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। পরে বিষয়টি নজরে আসে প্রশাসনের।
ঘটনাটি ঘটে উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে। অভিযুক্ত শাহ আলম উপজেলার ধোপাদহ ইউনিয়নের চকমধুপুর গ্রামের মৃত মকছেদ আলমের ছেলে।
সাঁথিয়া থানার এসআই ইকবাল হোসেন জানান, মা কে ছেলে বাড়িতে রাখতে রাজি হয়েছে। মা ও নিজ সন্তানের কাছে থাকবে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমার থানার এসআই ইকবালের মাধ্যমে বৃদ্ধা মাকে তার ছেলের হেফাজত রাখা হয়েছে। এবং বৃদ্ধাও ছেলের কাছে থাকতে রাজি হয়েছে।