ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

৩ সন্তানকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

সুনামগন্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৭৪ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েসহ যমুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপান করেছেন। এতে ওই তিন শিশুরই মৃত্যু হয়েছে। আর ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো— তামজিদ (১৫), শাফিয়া আক্তার (১৪) ও শাহেদ (৫)। তাদের মা যমুনা বেগমের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনা বেগমের (৩৫) ঝগড়া হয়। সকালে জাহাঙ্গীর বাসা থেকে বের হয়ে যান। পরে যমুনা বেগম তার তিন সন্তানকে বিষপান করিয়ে নিজে কীটনাশক পান করেন।

পরে তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা হাসপাতালে পাটানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক কলহে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে যমুনা বেগম তার তিন সন্তানকে ঘরে রাখা কীটনাশক (ইঁদুরের বিষ) খাইয়ে হত্যার পর নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবেলার সংবাদ/ এমকেজেড/ ২৪ সেপ্টম্বর ২০২৩

 

 

 

 

Facebook Comments Box
ট্যাগস :

৩ সন্তানকে বিষপান করিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়েসহ যমুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপান করেছেন। এতে ওই তিন শিশুরই মৃত্যু হয়েছে। আর ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো— তামজিদ (১৫), শাফিয়া আক্তার (১৪) ও শাহেদ (৫)। তাদের মা যমুনা বেগমের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী যমুনা বেগমের (৩৫) ঝগড়া হয়। সকালে জাহাঙ্গীর বাসা থেকে বের হয়ে যান। পরে যমুনা বেগম তার তিন সন্তানকে বিষপান করিয়ে নিজে কীটনাশক পান করেন।

পরে তাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় জামালগঞ্জ উপজেলা হাসপাতালে পাটানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক কলহে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে যমুনা বেগম তার তিন সন্তানকে ঘরে রাখা কীটনাশক (ইঁদুরের বিষ) খাইয়ে হত্যার পর নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবেলার সংবাদ/ এমকেজেড/ ২৪ সেপ্টম্বর ২০২৩

 

 

 

 

Facebook Comments Box