প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ১১:১৭ পি.এম
২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফেনীর ছাগলনাইয়ায় ভারতীয় সীমান্তে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পূর্ব ছাগলনাইয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে ভারতের সমরগঞ্জ আর বাংলাদেশের ৯৯ নম্বর পিলারের কাছে তারকাঁটার বেড়া ডিঙিয়ে চিনি বস্তা বহন লেবারের কাজ করছিল শতাধিক লোক। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করলে অনেকে পালিয়ে বাঁচতে পারলেও মো. মহসিন, এমরান হোসেন, মো. রুবেল হোসেন, মো. নুর করিমসহ ২৩ লেবার তাদের হাতে ধরা পড়েন।
ধরাপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন স্বজনরা।
৪ বিজিবি ফেনীর কোম্পানি কমান্ডার লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, এই ঘটনার বিষয়ে অবগত হয়েছে বিজিবি। বিধিমোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কোম্পানি কমান্ডার জানান ভুক্তভোগী অথবা ধরে নিয়ে যাওয়াদের স্বজনরা কেউ এখনও লিখিত অভিযোগ করেনি।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.