সৈয়দপুরে মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। ওইসময় তাদের কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গত মঙ্গলবার, ২২ নভেম্বর রাত ১০টায় সৈয়দপুর শহরের বাইপাস সড়কের সেফটি ট্যাংক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জলঢাকা উপজেলার রিপন ইসলামের স্ত্রী মুক্তাপাখী ও সৈয়দপুর উপজেলার হাতীখানা বানিয়াপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মুকুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানায়, শহরের বাইপাস সড়কের সেফটি ট্যাংক এলাকায় মাদকবহনকারী মাইক্রোবাসটি অন্ধকারে অপেক্ষা করছিল।ওই সময় টহল পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাসটির কাছে গেলে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে,তখন পুলিশ থানায় অবগত করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ও সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল উপস্থিত হয়ে মাইক্রোবাস থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও দুজনকে আটক করেন ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.