ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘হ্যান্ডলড দ্য বল’ আউট !

ক্রীড়াঙ্গন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ২৪ বার পঠিত

মিরপুর টেস্টে ‘হ্যান্ডলড দ্য বল আউট হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম

ক্রিকেট খেলার অনেক নিয়ম অনেকের জানার বাইরে। তবে ক্রিকেটাররা সেসব নিয়মের বেশিরভাগই জানেন। সেজন্যই বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে ‘টাইমড আউট’ পেয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার। এই ধরনের আউট এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার হননি। এমনকি সবমিলিয়ে ক্রিকেট বিশ্বে ১১তম এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮ম বার এই আউট দেখা গেল।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে ৪০.৪ ওভারে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন মুশফিকুর রহিম।
বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করতে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। তবে কাইল জেমিসনের করা ৪১তম ওভারে অঘটন ঘটিয়ে বসেন মুশফিক। জেমিসনের করা বল ব্যাটে লেগে উইকেটের পেছনে যাচ্ছিল। সে সময়েই হাত দিয়ে বল আটকান মুশফিক। তাতে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন এবং তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।

ধারাভাষ্যে তখন ছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। মুশফিকের এমন আউট দেখে হতবাক হন তামিম। মাইক্রোফোনে তিনি বলেন, ‘এটা মুশফিকের বোঝা উচিত ছিল। সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। এভাবে কোনো ব্যাটসম্যান বল আটকাতে পারেন না। বিষয়টি হতাশাজনক। বাংলাদেশের ক্রিকেটে এই প্রথম এমন আউট দেখা গেল। সাধারণত অনুশীলনের সময়ে ব্যাটসম্যানরা এভাবে বল আটকিয়ে থাকেন। মুশফিক সেটিই করে ফেললেন ম্যাচ চলাকালীন।’

আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডারদের সম্মতি ছাড়া কোনো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে বলে স্পর্শ করতে পারবেন না। যদি করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে। মুশফিক এই নিয়ম ভেঙে আউট হয়েছেন। 
এ দিকে এমন আউট মুশফিক প্রথম হলেও আন্তর্জাতিক অঙ্গনে এটি নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে তিনি এই আউট হয়েছেন। আর টেস্টে ৮ম। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন।
Facebook Comments Box
ট্যাগস :

‘হ্যান্ডলড দ্য বল’ আউট !

আপডেট সময় : ০৮:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
ক্রিকেট খেলার অনেক নিয়ম অনেকের জানার বাইরে। তবে ক্রিকেটাররা সেসব নিয়মের বেশিরভাগই জানেন। সেজন্যই বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে ‘টাইমড আউট’ পেয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার। এই ধরনের আউট এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার হননি। এমনকি সবমিলিয়ে ক্রিকেট বিশ্বে ১১তম এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮ম বার এই আউট দেখা গেল।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে ৪০.৪ ওভারে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন মুশফিকুর রহিম।
বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করতে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। তবে কাইল জেমিসনের করা ৪১তম ওভারে অঘটন ঘটিয়ে বসেন মুশফিক। জেমিসনের করা বল ব্যাটে লেগে উইকেটের পেছনে যাচ্ছিল। সে সময়েই হাত দিয়ে বল আটকান মুশফিক। তাতে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন এবং তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।

ধারাভাষ্যে তখন ছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। মুশফিকের এমন আউট দেখে হতবাক হন তামিম। মাইক্রোফোনে তিনি বলেন, ‘এটা মুশফিকের বোঝা উচিত ছিল। সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। এভাবে কোনো ব্যাটসম্যান বল আটকাতে পারেন না। বিষয়টি হতাশাজনক। বাংলাদেশের ক্রিকেটে এই প্রথম এমন আউট দেখা গেল। সাধারণত অনুশীলনের সময়ে ব্যাটসম্যানরা এভাবে বল আটকিয়ে থাকেন। মুশফিক সেটিই করে ফেললেন ম্যাচ চলাকালীন।’

আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডারদের সম্মতি ছাড়া কোনো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে বলে স্পর্শ করতে পারবেন না। যদি করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে। মুশফিক এই নিয়ম ভেঙে আউট হয়েছেন। 
এ দিকে এমন আউট মুশফিক প্রথম হলেও আন্তর্জাতিক অঙ্গনে এটি নতুন নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে তিনি এই আউট হয়েছেন। আর টেস্টে ৮ম। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন।
Facebook Comments Box