ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হাত পা বেঁধে অস্ত্রের মুখে জনতা ব্যাংকের ব্যবস্থাপকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সারাবেলা সংবাদ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৫২ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় জনতা ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের পরিবারের সকল সদস্যদের হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  এ বিষয়ে মুখ না খুলতে  যাওয়ার সময় পরিবারের সদস্যদের কোরআন শপথ করানডাকাত দল।

জানাযায়, উপজেলার সাঁথিয়ার জনতা ব্যাংক আতাইকুলা শাখার ব্যবস্থাপক পৌরসভাধীন চোমরপুর গ্রামের মুন্জুরুল ইসলামের বাড়িতে রোববার দিবাগত রাত আড়াই টার দিকে রান্না ঘরের গ্রিল কেটে ৭ জনের একদল ডাকাত শোবার ঘরে প্রবেশ করে। মুখোশধারী ডাকাতেরা মুন্জুরুল ইসলাম ও তার স্ত্রী-কন্যাকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রাখে। এ সময় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নিয়ে নেয় তারা। আলমারি থেকে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বনালংকার ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতেরা যাওয়ার সময় এ ঘটনা কাউকে না বলার জন্য ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন রেখে শপথ করান।

জনতা ব্যাংকের ব্যবস্থাপক মুন্জুরুল ইসলাম জানান, ডাকাতরা ঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে, কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল আমাদের হাত পা বেঁধে জিম্মি করে ফেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ( বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরির্দশন করেন এবং  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Facebook Comments Box
ট্যাগস :

হাত পা বেঁধে অস্ত্রের মুখে জনতা ব্যাংকের ব্যবস্থাপকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ০৭:১২:১০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

পাবনার সাঁথিয়ায় জনতা ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের পরিবারের সকল সদস্যদের হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  এ বিষয়ে মুখ না খুলতে  যাওয়ার সময় পরিবারের সদস্যদের কোরআন শপথ করানডাকাত দল।

জানাযায়, উপজেলার সাঁথিয়ার জনতা ব্যাংক আতাইকুলা শাখার ব্যবস্থাপক পৌরসভাধীন চোমরপুর গ্রামের মুন্জুরুল ইসলামের বাড়িতে রোববার দিবাগত রাত আড়াই টার দিকে রান্না ঘরের গ্রিল কেটে ৭ জনের একদল ডাকাত শোবার ঘরে প্রবেশ করে। মুখোশধারী ডাকাতেরা মুন্জুরুল ইসলাম ও তার স্ত্রী-কন্যাকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রাখে। এ সময় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নিয়ে নেয় তারা। আলমারি থেকে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বনালংকার ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতেরা যাওয়ার সময় এ ঘটনা কাউকে না বলার জন্য ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন রেখে শপথ করান।

জনতা ব্যাংকের ব্যবস্থাপক মুন্জুরুল ইসলাম জানান, ডাকাতরা ঘরের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে, কিছু বুঝে উঠার আগেই ডাকাত দল আমাদের হাত পা বেঁধে জিম্মি করে ফেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ( বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরির্দশন করেন এবং  ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Facebook Comments Box