ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্বপ্নভঙ্গ নায়িকাদের

আনন্দলোক প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৫৭ বার পঠিত

গেল অনেক বছর ধরে সংসদ নির্বাচনে শোবিজ তারকাদের মধ্যে মনোনয়নপত্র কেনার হিড়িক পড়েছে। নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে প্রার্থী হতে অনেকে এরই মধ্যে মনোনয়নপত্র কিনেছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করে কেউ জয়ী হয়েছেন, আবার কেউ হেরেছেন।

জাতীয় সংসদ নির্বাচনের পর সম্প্রতি সংরক্ষিত নারী আসনেও শিল্পীদের মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে অনেকের। তাদের মধ্যে ছিলেন লাকী ইনাম, সুজাতা বেগম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, তানভীন সুইটি, ঊর্মিলা শ্রাবন্তী করের মতো তারকারা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

তবে মনোনীত তালিকায় অভিনেত্রীদের কারও নাম নেই। একজনও মনোনয়ন পান নি। স্বপ্নভঙ্গ হয়েছে সবারই।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।

যদিও বৈঠক শেষে সাংবাদিকদের বর্ষীয়ান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কথাই শিরোধার্য। আমি নিজেও সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলাম।

এসময় সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনা আরেক অভিনেত্রী তানভীন সুইটি জানান, আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাত আরও শক্ত করে ধরবেন তিনি।

Facebook Comments Box
ট্যাগস :

স্বপ্নভঙ্গ নায়িকাদের

আপডেট সময় : ০৯:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

গেল অনেক বছর ধরে সংসদ নির্বাচনে শোবিজ তারকাদের মধ্যে মনোনয়নপত্র কেনার হিড়িক পড়েছে। নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে প্রার্থী হতে অনেকে এরই মধ্যে মনোনয়নপত্র কিনেছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করে কেউ জয়ী হয়েছেন, আবার কেউ হেরেছেন।

জাতীয় সংসদ নির্বাচনের পর সম্প্রতি সংরক্ষিত নারী আসনেও শিল্পীদের মনোনয়নপত্র কেনার ক্ষেত্রে বেশ আগ্রহ দেখা গেছে অনেকের। তাদের মধ্যে ছিলেন লাকী ইনাম, সুজাতা বেগম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, তানভীন সুইটি, ঊর্মিলা শ্রাবন্তী করের মতো তারকারা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

তবে মনোনীত তালিকায় অভিনেত্রীদের কারও নাম নেই। একজনও মনোনয়ন পান নি। স্বপ্নভঙ্গ হয়েছে সবারই।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।

যদিও বৈঠক শেষে সাংবাদিকদের বর্ষীয়ান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কথাই শিরোধার্য। আমি নিজেও সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলাম।

এসময় সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনা আরেক অভিনেত্রী তানভীন সুইটি জানান, আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাত আরও শক্ত করে ধরবেন তিনি।

Facebook Comments Box