ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা, সমর্থক আহত

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০২:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৫৬ বার পঠিত

রাজশাহীর পুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়কে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ এবং সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে বানেশ্বরে তার বাড়ির কাছে অবস্থিত নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় রকি নামে তার এক সমর্থক সামান্য আহত হয়েছেন। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন।

এ দিকে এই ঘটনার পরে সারদা রোডে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশ সক্রিয় রয়েছে।

 

Facebook Comments Box
ট্যাগস :

স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় লক্ষ্য করে পেট্রোলবোমা, সমর্থক আহত

আপডেট সময় : ০২:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ এবং সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে বানেশ্বরে তার বাড়ির কাছে অবস্থিত নির্বাচনী কার্যালয়কে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় রকি নামে তার এক সমর্থক সামান্য আহত হয়েছেন। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন।

এ দিকে এই ঘটনার পরে সারদা রোডে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশ সক্রিয় রয়েছে।

 

Facebook Comments Box