ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়ক যেন মৃত্যুকূপ!

হাজী মোঃ শফিকুল ইসলাম :সোনারগাঁ,নারায়নগন্জ
  • আপডেট সময় : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে থাকে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডখ্যাত এ সড়কটি দেখার কেউ নেই। এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের (সওজ) আওতাধীন এ সড়কটিতে গত এক মাসে বিভিন্ন যানবাহন উল্টে প্রায় শতাধিক যাত্রী ও চালক আহত হয়েছেন। গত সরকারের আমলে জোড়াতালি দিয়ে কিছু সংস্কার করা হয়। তবে ড্রেনেজব্যবস্থা না থাকায় টানা বৃষ্টির পানি জমে সড়কের বিটুমিন ও খোয়া উঠে গেছে। অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটির দ্রুত সংস্কারের দাবি করে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি।

এ সড়কে নিয়মিত ইজিবাইক চালান শফিকুল মিয়া। তিনি বলেন, ‘প্রতিদিন এ সড়ক দিয়ে দিয়ে লাখ লাখ মানুষ আসা-যাওয়া করেন। কিন্তু কোনো সরকারই সড়কটি ঠিক করার উদ্যোগ নেয়নি। আমাদের থেকে চাঁদা উঠিয়ে দায়সারাভাবে শুধু ইট-সুরকি দিয়ে গেছে। এতে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।’

সোনারগাঁ পৌরসভার বাসিন্দা সাদিকুর রহমান সেন্টু বলেন, ‘সড়ক সংস্কার না হওয়ায় যানবাহনগুলো ধীরগতিতে চলে। এতে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের বসে থাকতে হয়। সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে কিছু কিছু জায়গায় সংস্কার হলেও পুনর্নির্মাণ হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, যেন অগ্রাধিকারভিত্তিতে এ সড়কটি সংস্কার করা হয়।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী রেজাউল হক জানান, সড়কটি সওজের অধীনে থাকায় সংস্কারের বিষয়ে এলজিইডির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কটির নালার ব্যবস্থাসহ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সওজের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা খুবই দুঃখজনক। আমি এ উপজেলায় নতুন এসেছি। তবে সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।’

Facebook Comments Box
ট্যাগস :

সোনারগাঁয়ে মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়ক যেন মৃত্যুকূপ!

আপডেট সময় : ১১:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে থাকে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডখ্যাত এ সড়কটি দেখার কেউ নেই। এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের (সওজ) আওতাধীন এ সড়কটিতে গত এক মাসে বিভিন্ন যানবাহন উল্টে প্রায় শতাধিক যাত্রী ও চালক আহত হয়েছেন। গত সরকারের আমলে জোড়াতালি দিয়ে কিছু সংস্কার করা হয়। তবে ড্রেনেজব্যবস্থা না থাকায় টানা বৃষ্টির পানি জমে সড়কের বিটুমিন ও খোয়া উঠে গেছে। অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটির দ্রুত সংস্কারের দাবি করে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি।

এ সড়কে নিয়মিত ইজিবাইক চালান শফিকুল মিয়া। তিনি বলেন, ‘প্রতিদিন এ সড়ক দিয়ে দিয়ে লাখ লাখ মানুষ আসা-যাওয়া করেন। কিন্তু কোনো সরকারই সড়কটি ঠিক করার উদ্যোগ নেয়নি। আমাদের থেকে চাঁদা উঠিয়ে দায়সারাভাবে শুধু ইট-সুরকি দিয়ে গেছে। এতে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।’

সোনারগাঁ পৌরসভার বাসিন্দা সাদিকুর রহমান সেন্টু বলেন, ‘সড়ক সংস্কার না হওয়ায় যানবাহনগুলো ধীরগতিতে চলে। এতে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের বসে থাকতে হয়। সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে কিছু কিছু জায়গায় সংস্কার হলেও পুনর্নির্মাণ হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, যেন অগ্রাধিকারভিত্তিতে এ সড়কটি সংস্কার করা হয়।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলা প্রকৌশলী রেজাউল হক জানান, সড়কটি সওজের অধীনে থাকায় সংস্কারের বিষয়ে এলজিইডির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কটির নালার ব্যবস্থাসহ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সওজের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ‘গুরুত্বপূর্ণ সড়কের এমন অবস্থা খুবই দুঃখজনক। আমি এ উপজেলায় নতুন এসেছি। তবে সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে।’

Facebook Comments Box