সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-২
- আপডেট সময় : ০৮:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৩৪ বার পঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার দৈলের বাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সজিব হোসেন মুসা (৩০) ও মোঃ হাসান (২৫),বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে অগ্নেয়াস্ত্র সহ ধারালো চাইনিজ কুড়াল, রামদা, ছোরা ইত্যাদি নিয়া পুলিশের উপর গুলি করে আক্রমনাত্মক আঘাতের চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে তাদের সঙ্গে থাকা আরো ২/৩ জন ডাকাত পালিয়ে যায়। এসময় ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বড় ছুরি,দুটি রামদা,একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি টেটা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সজীব পৌরসভার নোয়াইল এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে ও মোঃ হাসান পিরোজপুর ইউনিয়নের জৈনপুর মৃত আজাহারের ছেলে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী বলেন, থানা এলাকার দৈলেরবাগ এলাকা থেকে চিহ্নিত দুই ডাকাতি গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।