সৈয়দপুর বাসটার্মিনালে বেহাল অবস্থা, যাত্রীসাধারনের দুর্ভোগ
- আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১ বার পঠিত
রংপুর ও দিনাজপুরের মধ্যবর্তী সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনালের বেহাল অবস্থায়। গুরুত্বপূর্ণ এই বাসটার্মিনাল দীর্ঘদিন থেকে মেরামত বা সংস্কার করতে প্রতিবছরই পৌরসভা বরাদ্দ দিলেও আজও আলোর মুখ দেখেনি। ফলে সৈয়দপুর-রংপুর ও দিনাজপুর মহাসড়কেই যাত্রী উঠানামা করছেন।
শ্রমিকরা জানায়, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলায় যাতায়াতকারী বাস চলাচল করে থাকে। এসব গাড়ি বাসটার্মিনালের দুরাবস্থার কারণে ভেতরে যেতে পারে না বাস বা যাত্রীরা। ফলে মহাসড়কের উপর দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করছে। বাসগুলো যাত্রীর জন্য আগে পিছে করার কারণে যানবাহন ও চলাচলকারী লোকজনও বিড়ম্বণার সম্মুখীন হচ্ছেন। কয়েক বছরে ৪ জনের মতো পথচারী ও যাত্রী বাস চাপায় প্রাণ হারিয়েছেন।
সৈয়দপুর বাসটার্মিনালের কর্মরত বাবুল মন্ডল জানান, কেন্দ্রীয় বাসটার্মিনাল ভবনটি ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে। রাতে ভবনটি নেশাখোরদের দখলে থাকে। টার্মিনাল এলাকায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে থাকছে। টার্মিনাল এলাকায় বালু ও খোয়ার ব্যবসা করছে অনেকেই। ফলে খানাখন্দে বাসটার্মিনালে বাস নেওয়ার মতো কোনো অবস্থা নেই। এ কারণে সড়ক থেকেই যাত্রী বাসে উঠানামা করছে।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মনসুর আলী জানান, সৈয়দপুর বাসটার্মিনালটি আধুনিক করে নির্মাণের জন্য পৌরসভা ও জেলা প্রশাসনে বহুবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্ত কোন লাভই হয়নি। এখন পৌরসভায় জনপ্রতিনিধি নেই, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটিও নেই। এনিয়ে কেউ মাথাও ঘামাচ্ছেন না। ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে যাত্রী ও বাস চালকদের।
রংপুর ও দিনাজপুর যাতায়াতকারী যাত্রীরা জানান, বিড়ম্বনার শেষ নেই। রাস্তায় দাঁড়িয়ে বাসে উঠতে ও নামতে হচ্ছে। এতে জীবনের ঝুঁকিও রয়েছে। বাসটার্মিনালে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। মহিলা যাত্রীদের এক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদ্য যোগদান কৃত পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী বলেন, দীর্ঘদিনেও কেনো বাসটার্মিনালটি তৈরি করা হয়নি তা জানা নেই। দেখেছি প্রতিবছর বাজেটে বাসটার্মিনাল নির্মাণের বরাদ্দ রাখা হয়েছে কিন্ত কেন তৈরি হয়নি বুঝতে পারছি না। বিষয়টি খতিয়ে দেখা বাসটার্মিনালটি দ্রুত নির্মাণের পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।