ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সৈয়দপুরে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি, জোর করে জমি লিখে নেয়ার চেস্টায় মামলা 

সৈয়দপুর প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ৩৩ বার পঠিত

সৈয়দপুরের ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার

সৈয়দপুরে এক হিন্দু পরিবারকে প্রান নাশের হুমকি দিয়ে প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
এ নিয়ে অসহায় গোপাল চন্দ্র কুন্ডু (৫৮) বাদী হয়ে হুমকিদাতা প্রতারক চক্রের ৬ সদস্যকে আসামী করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-২৫।
মামলা সুত্রে জানা যায়,  পৌর সভাধীন ৮ নং ওয়ার্ডের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার মৃত্যু ঈশ্বর গৌর চন্দ্র এর ছেলে গোপাল চন্দ্র (৫৮) ও মেয়ে কুমারি সন্ধা রানী কুন্ড (৫৬)। দুই ভাই বোন পিতার রেখে যাওয়া ৯.১৬ শতক জমি ওপর জরাজীর্ণ ঝুঁপড়ি ঘর ও বাজারে দু’টি দোকান দেখাশোনা করেই  জীবন অতিবাহিত করে আসছিলো।
তাদের বাড়ি ও দু’টি দোকান শহরের প্রাণ কেন্দ্রে হওয়ায় কু- দৃষ্টি পড়ে স্থানীয় প্রতারক প্রভাবশালীদের। হস্তগতের পরিকল্পনায় বন্ধু বেশে উত্তম চন্দ্র (৪৫), তপন চন্দ্র (৩৫), পরিমল চন্দ্র (৪৬), মো: মালেক (৩২) ও আতিক (৩৮) নামের একটি সংঘবদ্ধ চক্র রাতে গোপাল চন্দ্র কুন্ডকে ডেকে নিয়ে যায় শহরের ওয়াবদা মোড় এলাকায়।
সেখানে প্রানে মারার হুমকি দিয়ে  দু’টি স্টাম্পে জোরপুর্বক স্বাক্ষর নেয়া হয়। জমির যথাযথ মুল্য দেওয়ার আশ্বাষ দিয়ে  প্রায় দুই ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় ওই বৃদ্ধকে। পরে গোপালকে ডেকে মাত্র ৩৫ লাখ টাকা দিয়ে লিখে নেওয়া সম্পত্তি বুঝে দেওয়ার চাপ প্রয়োগ করা হয়।
অথচ তার বাড়ির জমি ও দুই দোকান মিলে বর্তমান বাজার মুল্য প্রায় ৪ কোটি টাকা। এতে হতাশাগ্রস্থ হয়ে বিষয়টি শহরের স্থানীয় নেতৃবৃন্দ ও পুজা উদযাপন কমিটিকে অবহিত করেন ওই বৃদ্ধ । সকলের পরামর্শে চক্রটির সকল সদস্যদের আসামী করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন গোপাল চন্দ্র কুন্ড।
বৃৃদ্ধ গোপালের বোন কুমারি সন্ধা রাণী জানান, আমরা ভাঙ্গা ঝুঁপরি ঘরে কোন রকম বেচে আছি। বাবার রেখে যাওয়া সম্পত্তির জন্য ভাই কে একমাস আটকে রেখে সন্ত্রাসি চক্ররা প্রান নাশের হুমকি দিয়ে লিখে নিয়েছে। তারপরেও আমরা তাদের ৪ শতক জমি দেওয়ার মনস্থির করি কিন্তু তারা না মেনে মেরে ফেলার হুমকি দিয়েই চলছে।
অসহায় বাদী গোপাল চন্দ্র জানান, নানা কারণে আমাকে স্ত্রী, সন্তান ছেড়ে চলে গেছে। এজন্য বিয়ে না করা বোনকে সাথে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। তবে পিতার রেখে যাওয়া সম্পত্তি জীবনের জন্য কাল হল। জমি ও দোকানের কারনে প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। মামলা করেও মামলার কাগজ হাতে পাচ্ছি না। কে শত্রু? আর বন্ধু কারা বুঝতে পারছিনা। খুব ভয় হচ্ছে মামলা করেও যদি পুলিশ প্রশাসন বা আদালত আমার সাত না দেয়, তাহলে আমাদের মেরে ফেলে সন্ত্রাসিরা জমি দখল করে নিবে।
তিনি বলেন, উত্তম, আতিক ও ফল ব্যবসায়ি মালেক প্রায় প্রতিদিনই আমাকে আমার জমি ও দোকান দখল ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে। এ কারনে তিনি হিন্দু পরিবারকে প্রান নাশের দিয়ে জমি লিখে নেয়া ও দখলের চেষ্টা কারির বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিতে আদালত ও প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়ে ১৪১, ৩৪১,৩৪২,৩২৩,৩০৭,৩৮৭,৪১৭, ৩২০,৫০৬, ৩৪ ধারায় মামলা রজ্জুর পর মহামান্য আদালতে পাঠানো হয়েছে। মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
 সৈয়দপুর পুজা উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি রাজু কুমার পোদ্দার বলেন, ওই সংঘবদ্ধ চক্রটি অর্থের লালসায় অসহায় বৃদ্ধ গোপালের সাথে এমন অপকর্ম করেছে। তাই গোপালের সম্পত্তি আত্মসাতের চেষ্টাকারীদের বিরুদ্ধে আমরা  ঐক্যবদ্ধ।  আইনের আওতায় এনে তাদের শাস্তি দেয়ার চেষ্টা চলানো হচ্ছে।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোখছেদুল মোমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার সেবক। অসহায়দের পাশে আমরাও আছি।
কোন ভাবেই কারও প্রতি অন্যায় মেনে নেয়া হবে না। আশা করি দেশের প্রচলিত আইনে ইনশাল্লাহ গোপাল চন্দ্র ন্যায় বিচার পাবেন। অপরাধী যেই হোক কেউকে ছাড় দেয়া হবে না।
Facebook Comments Box
ট্যাগস :

সৈয়দপুরে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি, জোর করে জমি লিখে নেয়ার চেস্টায় মামলা 

আপডেট সময় : ০৬:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
সৈয়দপুরে এক হিন্দু পরিবারকে প্রান নাশের হুমকি দিয়ে প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
এ নিয়ে অসহায় গোপাল চন্দ্র কুন্ডু (৫৮) বাদী হয়ে হুমকিদাতা প্রতারক চক্রের ৬ সদস্যকে আসামী করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর-২৫।
মামলা সুত্রে জানা যায়,  পৌর সভাধীন ৮ নং ওয়ার্ডের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার মৃত্যু ঈশ্বর গৌর চন্দ্র এর ছেলে গোপাল চন্দ্র (৫৮) ও মেয়ে কুমারি সন্ধা রানী কুন্ড (৫৬)। দুই ভাই বোন পিতার রেখে যাওয়া ৯.১৬ শতক জমি ওপর জরাজীর্ণ ঝুঁপড়ি ঘর ও বাজারে দু’টি দোকান দেখাশোনা করেই  জীবন অতিবাহিত করে আসছিলো।
তাদের বাড়ি ও দু’টি দোকান শহরের প্রাণ কেন্দ্রে হওয়ায় কু- দৃষ্টি পড়ে স্থানীয় প্রতারক প্রভাবশালীদের। হস্তগতের পরিকল্পনায় বন্ধু বেশে উত্তম চন্দ্র (৪৫), তপন চন্দ্র (৩৫), পরিমল চন্দ্র (৪৬), মো: মালেক (৩২) ও আতিক (৩৮) নামের একটি সংঘবদ্ধ চক্র রাতে গোপাল চন্দ্র কুন্ডকে ডেকে নিয়ে যায় শহরের ওয়াবদা মোড় এলাকায়।
সেখানে প্রানে মারার হুমকি দিয়ে  দু’টি স্টাম্পে জোরপুর্বক স্বাক্ষর নেয়া হয়। জমির যথাযথ মুল্য দেওয়ার আশ্বাষ দিয়ে  প্রায় দুই ঘন্টা পর ছেড়ে দেওয়া হয় ওই বৃদ্ধকে। পরে গোপালকে ডেকে মাত্র ৩৫ লাখ টাকা দিয়ে লিখে নেওয়া সম্পত্তি বুঝে দেওয়ার চাপ প্রয়োগ করা হয়।
অথচ তার বাড়ির জমি ও দুই দোকান মিলে বর্তমান বাজার মুল্য প্রায় ৪ কোটি টাকা। এতে হতাশাগ্রস্থ হয়ে বিষয়টি শহরের স্থানীয় নেতৃবৃন্দ ও পুজা উদযাপন কমিটিকে অবহিত করেন ওই বৃদ্ধ । সকলের পরামর্শে চক্রটির সকল সদস্যদের আসামী করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন গোপাল চন্দ্র কুন্ড।
বৃৃদ্ধ গোপালের বোন কুমারি সন্ধা রাণী জানান, আমরা ভাঙ্গা ঝুঁপরি ঘরে কোন রকম বেচে আছি। বাবার রেখে যাওয়া সম্পত্তির জন্য ভাই কে একমাস আটকে রেখে সন্ত্রাসি চক্ররা প্রান নাশের হুমকি দিয়ে লিখে নিয়েছে। তারপরেও আমরা তাদের ৪ শতক জমি দেওয়ার মনস্থির করি কিন্তু তারা না মেনে মেরে ফেলার হুমকি দিয়েই চলছে।
অসহায় বাদী গোপাল চন্দ্র জানান, নানা কারণে আমাকে স্ত্রী, সন্তান ছেড়ে চলে গেছে। এজন্য বিয়ে না করা বোনকে সাথে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছে। তবে পিতার রেখে যাওয়া সম্পত্তি জীবনের জন্য কাল হল। জমি ও দোকানের কারনে প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। মামলা করেও মামলার কাগজ হাতে পাচ্ছি না। কে শত্রু? আর বন্ধু কারা বুঝতে পারছিনা। খুব ভয় হচ্ছে মামলা করেও যদি পুলিশ প্রশাসন বা আদালত আমার সাত না দেয়, তাহলে আমাদের মেরে ফেলে সন্ত্রাসিরা জমি দখল করে নিবে।
তিনি বলেন, উত্তম, আতিক ও ফল ব্যবসায়ি মালেক প্রায় প্রতিদিনই আমাকে আমার জমি ও দোকান দখল ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে। এ কারনে তিনি হিন্দু পরিবারকে প্রান নাশের দিয়ে জমি লিখে নেয়া ও দখলের চেষ্টা কারির বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নিতে আদালত ও প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়ে ১৪১, ৩৪১,৩৪২,৩২৩,৩০৭,৩৮৭,৪১৭, ৩২০,৫০৬, ৩৪ ধারায় মামলা রজ্জুর পর মহামান্য আদালতে পাঠানো হয়েছে। মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
 সৈয়দপুর পুজা উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি রাজু কুমার পোদ্দার বলেন, ওই সংঘবদ্ধ চক্রটি অর্থের লালসায় অসহায় বৃদ্ধ গোপালের সাথে এমন অপকর্ম করেছে। তাই গোপালের সম্পত্তি আত্মসাতের চেষ্টাকারীদের বিরুদ্ধে আমরা  ঐক্যবদ্ধ।  আইনের আওতায় এনে তাদের শাস্তি দেয়ার চেষ্টা চলানো হচ্ছে।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোখছেদুল মোমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার সেবক। অসহায়দের পাশে আমরাও আছি।
কোন ভাবেই কারও প্রতি অন্যায় মেনে নেয়া হবে না। আশা করি দেশের প্রচলিত আইনে ইনশাল্লাহ গোপাল চন্দ্র ন্যায় বিচার পাবেন। অপরাধী যেই হোক কেউকে ছাড় দেয়া হবে না।
Facebook Comments Box