ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বিজিবি মহাপরিচালকের

কক্সবাজার প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৩ বার পঠিত

কক্সবাজারের হোয়াইক্যং, উখিয়ার পালংখালী ও বান্দরবানের তুমব্রু সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান

মিয়ানমারের সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে লাগাতার সংঘর্ষের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। রবিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিয়ানমারের রাখাইন সংলগ্ন কক্সবাজারের হোয়াইক্যং, উখিয়ার পালংখালী ও বান্দরবানের তুমব্রু সীমান্ত পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারে চলমান সংঘর্ষের ঘটনায় সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে আসেন বিজিবির মহাপরিচালক।
সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লাগাতার সংঘর্ষের মধ্যে সীমান্তে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন মহাপরিচালক। এছাড়া পালংখালী, তুমব্রু এবং হোয়াইক্যং বিওপি পরিদর্শন করে তাদেরও সতর্ক থাকার কথা জানান।’
এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে ছিলেন বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়ক।
Facebook Comments Box
ট্যাগস :

সীমান্তে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ বিজিবি মহাপরিচালকের

আপডেট সময় : ১২:০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

মিয়ানমারের সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে লাগাতার সংঘর্ষের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। রবিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিয়ানমারের রাখাইন সংলগ্ন কক্সবাজারের হোয়াইক্যং, উখিয়ার পালংখালী ও বান্দরবানের তুমব্রু সীমান্ত পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মিয়ানমারে চলমান সংঘর্ষের ঘটনায় সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে আসেন বিজিবির মহাপরিচালক।
সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লাগাতার সংঘর্ষের মধ্যে সীমান্তে বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন মহাপরিচালক। এছাড়া পালংখালী, তুমব্রু এবং হোয়াইক্যং বিওপি পরিদর্শন করে তাদেরও সতর্ক থাকার কথা জানান।’
এ সময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে ছিলেন বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়ক।
Facebook Comments Box